Homeখবরদেশশিবরাজ সিং চৌহানের জমানা শেষ, মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব

শিবরাজ সিং চৌহানের জমানা শেষ, মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব

প্রকাশিত

ভোপাল: মুখ্যমন্ত্রী বাছাইয়ে আবার চমক বিজেপির। ছত্তীসগঢ়ের পর মধ্যপ্রদেশ। বহু দিনের পুরোনো মুখ বদলে বিজেপি নিয়ে এল নতুন মুখ। শিবরাজ সিং চৌহানের জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন যাদব। উজ্জয়িনী-দক্ষিণ কেন্দ্রের তিন বারের বিধায়ক মোহন শিবরাজ মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন।

সোমবার রাজ্যের রাজধানী ভোপালে রাজ্য বিজেপির দফতরে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন দলের তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যসভার সাংসদ কে লক্ষ্মণ এবং দলের জাতীয় কর্মসমিতির সদস্য তথা রাঁচির মেয়র আশা লাকড়া। ওই বৈঠকের পরেই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম ঘোষণা করা হয়।

বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা জানান, নতুন মন্ত্রিসভায় দু’জন উপমুখ্যমন্ত্রী থাকবেন। বিদায়ী শিবরাজ মন্ত্রিসভার অর্থমন্ত্রী জগদীশ দেবড়াকে উপমুখ্যমন্ত্রী করা হবে। আর-একজন উপমুখ্যমন্ত্রী হবেন বিদায়ী জনসংযোগ মন্ত্রী রাজেন্দ্র শুক্ল। উল্লেখ্য, রাজেন্দ্র শুক্ল একজন ব্রাহ্মণ নেতা।

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হিসাবে আদিবাসী নেতা বিষ্ণুদেও সাইকে বেছে নিয়েছে বিজেপি। এ বার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হচ্ছে ৫৮ বছরের অনগ্রসর (ওবিসি) নেতা মোহন যাদবকে। কয়েক মাস পরেই লোকসভা ভোট। সেই ভোটের কথা মাথায় রেখেই জাতপাতের সমীকরণকে গুরুত্ব দিয়েই মুখ্যমন্ত্রী বাছাইয়ে বিজেপি এই চাল চালছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা হতেই মোহন যাদব মঞ্চে বসে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের পায়ে হাত দিয়ে প্রণাম করেন। শিবরাজ তাঁর মাথায় হাত দিয়ে প্রণাম করেন। নতুন মুখ্যমন্ত্রী বলেন, তিনি দলের একজন সামান্য কর্মী। তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য তিনি দলকে ধন্যবাদ জানাচ্ছেন।

ভাবী মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৩ ডিসেম্বর বুধবার রাজ্যের নতুন মন্ত্রীসভা শপথ নেবে।

আরও পড়ুন

ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীপদে নতুন মুখ, কুর্সিতে বসছেন আদিবাসী নেতা বিষ্ণু দেও সাই

সাম্প্রতিকতম

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

আরও পড়ুন

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

৬ দিন ধরে কাররেগুট্টা পাহাড় ঘিরে রেখেছে ৭ হাজারেরও বেশি জওয়ান, লক্ষ্য মাওবাদী শীর্ষনেতারা

ছয়দিন ধরে বিজাপুরের কাররেগুট্টা পাহাড়ে চলছে বিশাল সেনা অভিযান। লক্ষ্য মাওবাদী শীর্ষনেতাদের আটকানো। বাহিনীর তরফে এটি হতে পারে চূড়ান্ত ধাপ।

ভারত-পাকিস্তান যদি যুদ্ধ হয়, কার পাশে কোন দেশ জেনে নিন

পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ফের ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা। পাকিস্তানের পাশে চীন ছাড়া কেউ নয়, ভারতের পাশে আমেরিকা, রাশিয়া, ইজরায়েল-সহ বড় শক্তিগুলি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে