কলকাতা : বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ করে পাথর ছোঁড়ার ঘটনায় গ্রেফতার ৪ নাবালক। ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে আটক করা হয় তাঁদের। ধুলাবাড়ির কাছের একটি গ্রামের বাসিন্দা ওই ৪ নাবালককে আটক করে কিষানগঞ্জ পুলিশ সুপারের অফিসে নিয়ে আসা হচ্ছে। পুলিশের তরফে জানা যাচ্ছে যেহুতু ৪ জনই নাবালক, তাদের জেরা করে জানা হবে তারা কি নিজে থেকেই এই কাণ্ড ঘটিয়েছে? না কী কারও প্ররোচনায় পাথর ছুড়েছে ট্রেনের জানলায়। পাশাপাশি, ৪ নাবালককে কাউন্সেলিং-ও করা হবে রেলের তরফে।
পূর্ব রেলের তরফে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫.৫৭ নাগাদ দেখা যায় সি৩ ও সি৬ কোচের জানলায় পাথর ছোড়ার দাগ। দাগ দেখে স্পষ্ট, বাইরে থেকে ট্রেনের কামরার জানলা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। তদন্তে জানা যায়, দুপুর দেড়টা নাগাদ, কিষানগঞ্জে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনায় আটক ৪ নাবালক।