ত্রিপুরা : লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। আর তার আগে চলতি মাসেই ত্রিপুরায় রয়েছে বিধানসভা নির্বাচন। এই রাজ্যে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে জোর কদমে প্রচার ময়দানে নেমেছে শাসক বিরোধী সহ সব রাজনৈতিক দল। একদিকে যখন শাসক দল বিজেপির হয়ে ময়দানে ঝড় তুললেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঠিক তখনই তৃণমূলের হয়ে প্রচার সারলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের মন পেতে একাধিক বার্তা দিলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা ত্রিপুরা ভাই বোন। বাংলায় যে উন্নয়ন করেছি তার অনেকটাই ভাগ পাবেন ত্রিপুরাবাসী। বাংলা থেকে খুব বেশি দূরত্ব নেই ত্রিপুরার’। মমতার হুঁশিয়ারি ঘাসকে কখনই শেষ করা যায় না আর এখন তো আমরা বড় বৃক্ষ হয়ে গেছি এখন আমাদের এত সহজে শেষ করা যাবে না’। এদিন বিজেপিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’২০২৪ এর আগেই তৃণমূল ডবল ইঞ্জিন সরকারকে হাটাবে। সংবিধান, ইতিহাস ভুলিয়ে দিয়েছেন এই বিজেপি দল’।
ত্রিপুরায় উন্নয়নের বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘ হাসপাতাল, মেডিক্যাল কলেজ, ক্লাস্টার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ অনেক কিছু করতে চাই। পাহাড়ি ছেলে-মেয়েদের উন্নয়ন করতে চাই।’ সকলকে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আবার ভোটের পর আসব। ডবল ইঞ্জিন হয় নাকি সিঙ্গল ইঞ্জিন হয়, সেটা দেখতে আসব। আমরা ত্রিপুরাকে ছাড়ছি না।’ বাংলার মতো ত্রিপুরাতেও সকলকে নিঃশর্ত জমির দলিল দেওয়া হবে, কাউকে উচ্ছেদ করা হবে না বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।