Homeখবরদেশবিবিসি তথ্যচিত্র বিতর্ক: মানুষ এখনও ডকুমেন্টারি দেখছে, কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে বলল সুপ্রিম...

বিবিসি তথ্যচিত্র বিতর্ক: মানুষ এখনও ডকুমেন্টারি দেখছে, কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে বলল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: গুজরাত দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নির্মিত বিবিসি-র তথ্যচিত্র নিষিদ্ধ (BBC Documentary Ban) করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আবেদন দায়ের হয় সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলার শুনানিতে কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে সুপ্রিম কোর্ট বলল, এখনও ডকুমেন্টারি দেখছে মানুষ।

কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

২০০২ সালের গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসি-র ডকুমেন্টারি নিষিদ্ধ করার বিষয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন সিনিয়র সাংবাদিক এন রাম, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং এমএল শর্মা। সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার কেন্দ্রের উদ্দেশে নোটিশ জারি করল আদালত।

আবেদনকারীদের পক্ষে উপস্থিত হয়ে আইনজীবী সিইউ সিং টুইটার থেকে লিঙ্কটি সরানোর কথা উল্লেখ করেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং এমএম সুন্দরেশের একটি বেঞ্চ বলে, “আমরা সরকারকে এ সংক্রান্ত আদেশ দাখিল করতে বলছি”।

বিচারপতি সঞ্জীব খান্না আবেদনকারীদের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনি কেন এর জন্য হাইকোর্টে যাননি’? জবাবে সিইউ সিং আদালতকে বলেন, সরকারকে এই ধরনের ক্ষমতা দেওয়ার আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা স্থগিত রয়েছে।

প্রত্যুত্তরে বেঞ্চ বলে, “ঠিক আছে, আমরা নোটিশ দিচ্ছি। এপ্রিলে এ বিষয়ে শুনানি হবে”।

মানুষ এখনও ডকুমেন্টারি দেখছে

তাৎপর্যপূর্ণ ভাবে, আদালতের কাছে এই মামলার দ্রুত শুনানির দাবি করেছিলেন সিইউ সিং। কারণ হিসেবে তিনি বলেন,তথ্যচিত্রটি দেখানোর জন্য আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে বেঞ্চ বলে, “এটা একটা পৃথক বিষয়। মানুষ এখনও ডকুমেন্টারি দেখছে”।

বিবিসি তথ্যচিত্র বিতর্ক

‘দ্য মোদী কোয়েশ্চেন’ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল কেন্দ্রীয় সরকার। দু’দশক আগে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় গোধরা-কাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা তুলে ধরা হয়েছে এক ঘণ্টার ওই তথ্যচিত্রে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিবিসি-র ওই তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একদিকে যেখানে জেএনইউ-তে এই ডকুমেন্টারি দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেখানে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এই ডকুমেন্টারি প্রদর্শিত হওয়ার পর দায়ের হয়েছে অভিযোগ।

ভারতে ডকুমেন্টারি নিষিদ্ধ করে, ইউটিউব ভিডিও এবং টুইটারে শেয়ার করা লিঙ্ক ব্লক করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে। ইউটিউব ভিডিও এবং টুইটার পোস্টগুলি সরাতে সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বিরোধী দলগুলি। এটাকে ‘সেন্সরশিপ’ আখ্যা দেয় তারা।

আরও পড়ুন: আবারও দাম বাড়ল আমুল দুধের, জানুন কত

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

২৫ দিনের লড়াই শেষ, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

দীর্ঘ ২৫ দিনের শ্বাসযন্ত্রের সংক্রমণের লড়াই শেষে দিল্লির AIIMS হাসপাতালে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?