Homeখবরদেশবাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র, সঙ্গে আরও ৪টি ভাষা

প্রকাশিত

এত দিনে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার পাশাপাশি আরও চারটি ভাষা এই স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল মরাঠি, অহমিয়া, পালি এবং প্রাকৃত। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার এই ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, আরও ৫টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে।

অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় ভারতীয় ভাষাগুলির দিকে নজর রাখেন…আজ আরও ৫টি ভাষাকে মরাঠি, পালি, প্রাকৃত, অহমিয়া এবং বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হল।”

আগে আরও ৬টি ভাষা ইতিমধ্যে এই স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল তামিল, সংস্কৃত, তেলুগু, কন্নড়, মালায়ালাম এবং ওড়িয়া। এখন স্বীকৃতিপ্রাপ্ত নতুন ৫টি ভাষা এই তালিকায় যোগ হল।

বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণার পর শুক্রবার রাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘‘অবশেষে বাংলাকে ধ্রপদী ভাষার স্বীকৃতি দিল ভারত সরকার। এই খবর ভাগ করে নিতে পেরে আমি দারুণ খুশি।’’ তিনি আরও লেখেন, “দীর্ঘদিন ধরে এই স্বীকৃতি ‘ছিনিয়ে’ আনার চেষ্টা করছে তাঁর সরকার। এই সংক্রান্ত গবেষণার তিনটি খণ্ড পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। ‘আমাদের এই গবেষণা সমন্বিত দাবি মেনে নিয়েছে কেন্দ্র। আমরা অবশেষে ভারতের ভাষা সংস্কৃতির শিখরে পৌঁছেছি।’’

কোনো ভাষার ইতিহাস বা সেই ভাষা সম্পর্কে প্রাপ্ত নথির বয়স যদি দেড় হাজার থেকে দু’ হাজার হয়, আদি ভাষা ও সাহিত্যের সঙ্গে বর্তমান ভাষা ও সাহিত্যের যদি স্পষ্ট ফারাক থাকে, তাহলে সেই ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি পেলে সেই ভাষা নিয়ে গবেষণা এবং সাহিত্যচর্চার জন্য বিশেষ অনুদান দেয় কেন্দ্র। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা বিভাগ গঠন করা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই ভাষার মর্যাদা বৃদ্ধি পায়।

কোনো ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেলে তাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি, শিলালিপি, এবং দুষ্প্রাপ্য গ্রন্থসমূহ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধ্রুপদী স্বীকৃতিপ্রাপ্ত ভাষাকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করা সুযোগ বাড়ে। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার ফলে বাংলার সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদদের জন্য বিশেষ পুরস্কার ও সম্মাননারও ব্যবস্থা করা হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।