Homeখবরদেশ'২৪-এর রণকৌশল! পটনায় বসছে বিরোধীদের প্রথম বৈঠক

‘২৪-এর রণকৌশল! পটনায় বসছে বিরোধীদের প্রথম বৈঠক

প্রকাশিত

নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে বিভিন্ন ইস্যুতে কাছাকাছি বড়ো বিরোধী দলগুলি। সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচনের জন্য একটি যৌথ কৌশল নিয়ে আলোচনা করতে বিরোধী দলগুলি আগামী ১২ জুন বৈঠক করবে বিহারের পটনায়।

জানা গিয়েছে, ১৮টিরও বেশি সমমনা বিরোধী দল পটনার ওই বৈঠকে অংশ নেবে। বিরোধী দলের একজন প্রবীণ নেতা অবশ্য সংবাদ মাধ্যমেক কাছে বলেছেন, এটি একটি “প্রস্তুতিমূলক বৈঠক”। তিনি আরও বলেন, বিরোধী দলগুলোর মূল বৈঠক পরে অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ মে) সকালে নতুন সংসদ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন ২০টি বিরোধী দল ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রীর হাতে নতুন সংসদের উদ্বোধনকে বয়কট করেছে। একই দিনে প্রকাশ্যে এল বিরোধীদের পটনা-বৈঠকের খবর।

আগের দিন, শনিবার নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন মুখ্যমন্ত্রী গরহাজির রইলেন। প্রথম বয়কট করেছিলেন মমতা। এর পর একে একে সেই পথে হাঁটলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান-সহ অবিজেপি শাসিত রাজ্যের ১০ জন মুখ্যমন্ত্রী। এমনকী মোদির বন্ধু এবং গত ৯ বছর ধরেই বিজেপির ‘পরম মিত্র’ হিসেবে পরিচিত ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পর্যন্ত আসেননি।

জানা গিয়েছে, পটনায় এই বৈঠক ডাকতে নীতীশ কুমার এবং তেজস্বী যাদবকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ। দিল্লিতে গিয়ে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার কয়েকদিন পর তারিখটি নির্ধারণ করেন তিনি।

কংগ্রেস তো থাকছেই, ওই বৈঠকে হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি-সহ অধিকাংশ বিরোধী দল। এ ছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও বৈঠকে হাজির করানোর পরিকল্পনায় সফল হয়েছেন নীতীশ।

গত ২৪ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রী নেতা নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী নেতা তেজস্বী যাদবের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এর পর, ২৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে পাশে বসিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা। তিনি বলেন, “আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাক্যাল হতে পারে”।

আরও পড়ুন: এ বার সিলেবাস থেকে বাদ পড়ছেন ‘সারে জঁহা সে আচ্ছা’র রচয়িতা কবি ইকবাল

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।