Home খবর দেশ দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

0

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া গত বছরের তুলনায় ২০-২৫ শতাংশ কমে গেছে। ট্রাভেল পোর্টাল আইএক্সিগোর দেওয়া তথ্য অনুযায়ী, এই উৎসবের মরশুমে বহু অভ্যন্তরীণ রুটে গড় ভাড়া কমেছে।

দীপাবলির উৎসবের আগে যাত্রীদের জন্য এই ভাড়া কমার বিষয়টি সত্যিই একটি বড় স্বস্তির খবর। বিশেষ করে যাঁরা পরিবার ও বন্ধুদের সঙ্গে উৎসব উদযাপন করতে ভ্রমণ করতে চান, তাঁদের জন্য এটি একটি সাশ্রয়ী সুযোগ।

এ ব্যাপারে আইএক্সিগোর সিইও আলোক বাজপেয়ী বলেন, “গত বছর দীপাবলির সময়ে ভাড়া বেড়ে গিয়েছিল, কারণ ফ্লাইটের সংখ্যা কম ছিল। কিন্তু এ বছর অতিরিক্ত ফ্লাইট চালু হওয়ার ফলে ভাড়া কমেছে।”

বিশ্লেষণে দেখা গেছে, বাড়তি সক্ষমতা এবং সাম্প্রতিক সময়ে তেলের দাম হ্রাস পাওয়া এই ভাড়া কমার পেছনে বড় দুটি কারণ। চলতি বছরে বিমান সংস্থাগুলো অতিরিক্ত ফ্লাইট চালু করেছে, যার ফলে যাত্রীদের জন্য আসন পাওয়া সহজ হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৫ শতাংশ কমে যাওয়াও এই ভাড়ায় হ্রাসের অন্যতম একটি কারণ।

বেঙ্গালুরু-কলকাতা ফ্লাইটের গড় ভাড়া ৩৮ শতাংশ কমে ৬,৩১৯ টাকায় পৌঁছেছে, যা গত বছর ছিল ১০,১৯৫ টাকা। চেন্নাই-কলকাতা রুটে ভাড়া ৩৬ শতাংশ হ্রাস পেয়ে ৫,৬০৪ টাকায় এসেছে, যা আগে ছিল ৮,৭২৫ টাকা। মুম্বই-দিল্লি ফ্লাইটের জন্য গড় ভাড়া ৩৪ শতাংশ কমে ৫,৭৬২ টাকায় দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ৮,৭৮৮ টাকা।

এদিকে, কিছু নির্দিষ্ট রুটে ভাড়া বেড়েছে। যেমন, আহমেদাবাদ-দিল্লি রুটে ভাড়া ৩৪ শতাংশ বেড়ে ৮,৭৫৮ টাকা হয়েছে, যা আগে ছিল ৬,৫৩৩ টাকা। মুম্বই-দিল্লি রুটের ভাড়া ৩৩ শতাংশ বেড়ে ১৫,৫২৭ টাকা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version