Home খেলাধুলো ক্রিকেট মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

0
ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া সেমিফাইনালে। ছবি T20 World Cup 'X' থেকে নেওয়া।

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮)

ভারত: ১৪২-৯ (হরমনপ্রীত কৌর ৫৪ নট আউট, আনাবেল সাদারল্যান্ড ২-২২, সফি মলিনক্স ২-৩২)

শারজা: গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে এবারের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়া অনেকটাই অনিশ্চিত করে ফেলল ভারত। রবিবারের ম্যাচের পর ৪ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ স্টেজের খেলা শেষ করল। ভারতের ভাগ্য এখন নির্ভর করছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের খেলার উপর। ৩ ম্যাচ থেকে কিউয়িদের ঝোলায় আছে ৪ পয়েন্ট এবং সমসংখ্যক খেলায় পাকিস্ত্যনের সংগ্রহ ২ পয়েন্ট। ওদিকে ৪টি ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে অস্ট্রেলিয়া চলে গেল সেমিফাইনালে।

রবিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৮ উইকেটে ১৫১ রান। জবাবে ভারত করে ৯ উইকেটে ১৪২ রান। ৩২ রান দিয়ে ২টি উইকেট নিয়ে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন সফি মলিনক্স।

অস্ট্রেলিয়া শুরুটা খুব একটা ভালো করেনি। ১৭ রানের মধ্যে তাদের ২টি উইকেট পড়ে যায়। অন্যতম ওপেনার গ্রেস হ্যারিস একদিক ধরে রেখেছিলেন। দ্বিতীয় উইকেটে পড়ার পর তিনি সঙ্গী পান তাহিলা ম্যাকগ্রাথকে। দু’জনে যোগ করেন ৬২ রান। দলের ৭৯ রানের মাথায় রাধা যাদবের শিকার হন ম্যাকগ্রাথ (২৩ বলে ৩২)। দলের স্কোরের সঙ্গে আরও ১৩ রান যোগ হওয়ার পর আউট হন হ্যারিস। ৪১ বলে ৪০ রান করে দীপ্তি শর্মার বলে স্মৃতি মন্ধানাকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান হ্যারিস। এর পর ভারতীয় আক্রমণকে কিছুটা ঠেকানোর চেষ্টা করেন এলিসে পেরি। ২৩ বলে ৩২ রান করে দীপ্তির বলে পরিবর্ত খেলোয়াড়কে ক্যাচ দিয়ে তিনি যখন ফিরে যান তখন অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৩৪ রান। শেষ পর্যন্ত বাকি ৯ বলে ১৭ রান যোগ করে অস্ট্রেলিয়া ইনিংস শেষ করে ৮ উইকেটে ১৫১ রানে।

জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৫২ রান। কিন্তু তারা থেমে গেল ১৪২ রানে। দলের ২৬ রানে শেফালি বর্মা ফিরে যাওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। একমাত্র অধিনায়ক হরমনপ্রীত কৌর অস্ট্রেলিয়ার পথে্র কাঁটা হয়ে দাঁড়ান। তাঁকে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন দীপ্তি শর্মা। দু’জনে চতুর্থ উইকেটে যোগ করেন ৬৩ রান। হরমনপ্রীত আর দীপ্তি যখন খেলছিলেন তখন মনে হচ্ছিল ভারত বোধহয় অস্ট্রেলিয়ার বাধা টপকাতে পারবে। দলের ১১০ রানের মাথায় দীপ্তি আউট হন ২৫ বলে ২৯ রান করে। ভারত বাকি ২৫ বলে যোগ করে ৩১ রান। এই রান করতে হারায় ৫টা উইকেট। ৩ জন ব্যাটার খাতাই খুলতে পারেননি। এঁদের মধ্যে অরুন্ধতী রেড্ডি এবং শ্রেয়াঙ্কা পাটিল রান আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে ভারত। ৪৭ বলে ৫৪ রান করে নট আউট থাকেন হরমনপ্রীত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version