Home খবর দেশ মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

মোদীর পাশে বিজেপি প্রতীক হাতে দাঁড়িয়ে ঠাট্টা-বিদ্রুপের শিকার নীতীশ কুমার

0
ছবি 'এক্স' হ্যান্ডেল থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: পটনায় জমজমাট রোডশো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর পাশে সারাক্ষণ বিজেপির প্রতীক হাতে মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মতাদর্শ যা-ই থাক, নীতীশ কুমারকে এ ভাবে দেখতে অভ্যস্ত নয় সাধারণ মানুষ, বিশেষ করে বিহারের জনসাধারণ। এই দৃশ্যের পর সমাজ মাধ্যমে ব্যাপক ভাবে ঠাট্টা-বিদ্রুপের শিকার হচ্ছেন নীতীশ।

রবিবার বিহারের রাজধানী পটনায় রোডশো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা গেরুয়া রঙের গাড়িকে রথের মতো করা হয়েছিল। গাড়ির মাথায় দাঁড়িয়ে জনতার অভিবাদন গ্রহণ করছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে দেখার জন্য পথের দু’ ধারেই উৎসুক জনতার বেশ ভিড়। প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশে হাত নাড়ছিলেন। আর প্রধানমন্ত্রীর পাশেই মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন নীতীশ কুমার, বিজেপির প্রতীক হাতে।

এই দৃশ্য দেখে নিজেদের ক্ষোভ আর সামলাতে পারছেন না অনেকেই। সমাজ মাধ্যমে তাঁরা তাঁদের ক্ষোভ উগরে দিচ্ছেন আর ঠাট্টা-বিদ্রুপের শিকার হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী।

‘এক্স’ হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে একজন বলেছেন, “ইন্ডিয়া জোটে সব রকম সম্মান পেয়েছিলেন নীতীশ কুমার। এখন তাঁর অবস্থা দেখুন।”

ভারতের জাতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর লাভ দত্ত মোদীর রোডশো থেকে ক্লিপ পোস্ট করে লিখেছেন, “কংগ্রেসকে ভোট দেওয়ার জন্যই নীতীশ কুমার বিহারের মানুষদের ইঙ্গিত করছেন। দেখুন, কী রকম ব্যথিত লাগছে তাঁকে।”

আরেকজন নেটিজেন লিখেছেন, “একজন মানুষ যিনি ১৯ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি বিজেপির সামনে হাঁটু গেড়ে রয়েছেন। শুধুমাত্র তাঁর প্রভুর প্রতি আনুগত্য বোঝানোর জন্য তিনি বিজেপির প্রতীকটা ধরে রয়েছেন। নীতীশ কুমারের ক্যারিয়ারের কী বেদনাজনক পরিসমাপ্তি দেখুন। এই ছবিই প্রমাণ করবে নীতীশ কুমারের রাজনৈতিক জীবনের কফিনে এটাই শেষ পেরেক। একটা যুগের সমাপ্তি।”

বিরোধীদের ‘মহাগঠবন্ধন’-এ যোগ দেওয়ার জন্য নীতীশ কুমার ২০২২-এ এনডিএ জোট ছেড়ে দেন। ২০২৪-এর জানুয়ারিতে পুরো ডিগবাজি খেয়ে বিজেপির নেতৃত্বাধীন জোটে ফিরে আসেন এবং বিহারের মুখ্যমন্ত্রী হন। এই নিয়ে ন’বার তিনি সে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন।  

আরও পড়ুন  

আজ চতুর্থ দফার ভোটে কোন কোন কেন্দ্রের দিকে নজর রয়েছে দেখে নিন  

আজ রাজ্যের ভোটে প্রার্থী অভিনেতা থেকে ক্রিকেটার, রাজ্য কংগ্রেসের সভাপতি, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version