Homeখবরদেশবিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯%...

বিহারে ভোট রেকর্ড! প্রথম দফায় ৬৪.৬৬% ভোট, আগের নির্বাচনের তুলনায় প্রায় ৯% বেশি — কারণ কি এসআইআর?

প্রকাশিত

বিহারে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে তৈরি হল রেকর্ড। বৃহস্পতিবার ২৪৩টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচন কমিশনের (ECI) তথ্য অনুযায়ী, রাত ৮.৩০ পর্যন্ত ভোটদানের হার দাঁড়িয়েছে ৬৪.৬৬% — যা বিগত এক দশকের মধ্যে সর্বাধিক।

এই ভোটের হার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় ৯.৩ শতাংশ এবং ২০২০ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় ৮.৮ শতাংশ বেশি। এমনকি, ২০১০ সালের পর থেকে বিহারের কোনও রাজ্য বা জাতীয় নির্বাচনে এত উচ্চ হারে ভোটে অংশগ্রহণ দেখা যায়নি।

ভোটার সংখ্যা কমলেও ভোট বেড়েছে

তবে শুধু এই সংখ্যাই নয়, এর পেছনের প্রেক্ষাপটও তাৎপর্যপূর্ণ। হিন্দুস্থান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিহারে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে বিপুল পরিমাণ নাম বাদ দেওয়া হয়েছিল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী —

  • ২০২৪ সালের লোকসভা ভোটের পর পুরো রাজ্যে ৩০.৭ লক্ষ ভোটার বাদ গিয়েছে।
  • এই প্রথম দফায় ভোট হওয়া ১২১টি কেন্দ্রে বাদ গিয়েছে ১৫.৩ লক্ষ ভোটার, যা মোট ভোটারের প্রায় ৩.৯%

তবুও, বৃহস্পতিবারের ভোটে অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ভোটার তালিকা বনাম ভোটার উপস্থিতি

নির্বাচন কমিশন জানাচ্ছে, এই ১২১টি আসনে মোট নিবন্ধিত ভোটার ৩৭.৫১ মিলিয়ন (৩ কোটি ৭৫ লক্ষ ১০ হাজার), যা এসআইআর শেষে ঘোষিত চূড়ান্ত ভোটার তালিকার তুলনায় ০.৪% বেশি।

অর্থাৎ, বৃহস্পতিবারের ভোটে ভোট দিয়েছেন প্রায় ২ কোটি ৪৩ লক্ষ মানুষ,
যা ২০২৪ লোকসভা নির্বাচনের সময়ের ২ কোটি ১৫ লক্ষ ভোটারের তুলনায় অনেক বেশি।

বিশ্লেষকরা বলছেন, “এসআইআর প্রক্রিয়ার ফলে কার্যকর ভোটার সংখ্যা কমেনি। বরং যাঁরা বহুদিন ভোট দেননি বা দ্বৈত তালিকাভুক্ত ছিলেন, তাঁদের নামই বাদ গিয়েছে।”

আরও পড়ুন: জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

 দশকভিত্তিক তুলনা: ২০১০–২০২৫

বিহারের ১২১টি বিধানসভা কেন্দ্রে গত তিনটি নির্বাচনের তথ্য বিশ্লেষণ বলছে—

নির্বাচনভোটার সংখ্যা বৃদ্ধির হারভোটদানের হার বৃদ্ধি
২০১০–২০১৫২১.৭%৩০.৫%
২০১৫–২০২০৯.২%৯.৫%
২০২০–২০২৫১.১%১৭.১%

এ থেকে বোঝা যাচ্ছে, ভোটার সংখ্যা কমলেও অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এসআইআর নিয়ে বিতর্কের মাঝেও ইতিবাচক বার্তা

বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল—
বিরোধীরা অভিযোগ করেছিল, বিপুল পরিমাণ প্রকৃত ভোটারের নাম বাদ গেছে।
কিন্তু এই পরিসংখ্যান প্রমাণ করছে, “এসআইআর-এর মাধ্যমে আসল ভোটার বাদ পড়েননি, বরং মৃত, স্থানান্তরিত বা দ্বৈত নিবন্ধিত ভোটারদের নামই মুছে ফেলা হয়েছে।”

এসআইআর নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও বিহারের ভোটারদের উৎসাহ নজর কাড়ছে সারা দেশেই। ভোটার সংখ্যা কমে গিয়েও ভোটের হার বেড়েছে — এটি এক ইতিবাচক গণতান্ত্রিক ইঙ্গিত।

বিশেষজ্ঞদের মতে, এটি প্রমাণ করে, বিহারে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের মাত্রা ক্রমশ বাড়ছে। এ ছাড়া আগে যারা নানা অজুহাতে ভোট দিতে যেতেন না, এসআইআরের পর তাদের মনে সম্ভবত একটা শঙ্কা তৈরি হয়েছে, ভোট না দিলে আগামী দিনে যদি নাম কাটা যায়। সে কারণে এ বার তারা ভোট দিয়েছেন। ভোটের হার বাড়ার এটাও একটা অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন তাঁরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘একমাত্র প্রেম’-এর মৃত্যুতারিখেই প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী-গায়িকা

মুম্বই: দিনটা একই – ৬ নভেম্বর। মাঝখানে কেটে গিয়েছে ৪০টা বছর। ঠিক সেই দিনটিতেই...

কলকাতায় শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত, দেখানো হবে ২১৫টি ছবি   

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল বৃহস্পতিবার। ওই দিন মুখ্যমন্ত্রী...

সারা রাজ্যে এসআইআর ফর্ম বিতরণ ৩ কোটি ছাড়াল , এখনও শুরু হয়নি অনলাইন ফিল-আপ, উদ্বেগে পরিযায়ীরা

রাজ্যে তিন কোটিরও বেশি এসআইআর ফর্ম বিতরণ হয়েছে। কিন্তু এখনও শুরু হয়নি অনলাইন ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। কমিশনের দাবি, ডিজিটাল স্বাক্ষরের জটিলতা কাটাতে সময় নিচ্ছে তারা।

ডার্ক চকোলেট ও আঙুর খেলে বাড়ে স্মৃতিশক্তি! কমে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা

নিয়মিত ডার্ক চকোলেট ও বেরি খেলে স্মৃতিশক্তি বাড়ে, কমে মানসিক উদ্বেগ—জানালেন জাপানের Shibaura Institute of Technology-এর গবেষকরা। প্রকাশিত হয়েছে Current Research in Food Science জার্নালে।

আরও পড়ুন

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।