Homeখবরদেশঋণের বোঝা! বেসরকারি ব্যাঙ্ক এজেন্টদের হয়রানি সইতে না পেরে বিষাক্ত ট্যাবলেট খেয়ে...

ঋণের বোঝা! বেসরকারি ব্যাঙ্ক এজেন্টদের হয়রানি সইতে না পেরে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলল পুরো পরিবার

প্রকাশিত

ক্রমশ বেড়ে চলা ঋণের চাপে বিপর্যস্ত এক পরিবারের পাঁচ সদস্য বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য। বিহারের বাঁকা জেলায় ওই পরিবারের একজনের মৃত্যু হয়েছে এবং বাকি চার জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। শনিবার ভোরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারের প্রধান কানহাইয়া মাহাতো মারা গিয়েছেন। তাঁর স্ত্রী গীতা দেবী এবং তিন সন্তান বর্তমানে ভগতপুরের মায়াগঞ্জ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ধার ও ঋণের চাপ এবং বেসরকারি ব্যাঙ্কের এজেন্টদের লাগাতার হয়রানির কারণে তাঁরা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। অটোচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন কানহাইয়া মাহাতো। পরিবারের খরচ মেটাতে একাধিক বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু ক্রমাগত বাড়তে থাকা ঋণ এবং দারিদ্র্যের কারণে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে।

১৬ বছর বয়সি কন্যা সাবিতা কুমারী কান্নায় ভেঙে পড়ে জানিয়েছে, “মা-বাবা বলেছিলেন, আমরা এই লজ্জা নিয়ে বাঁচতে পারব না। তাঁরা বলেছিলেন, আমরা সবাই একসঙ্গে যাব”।

পরিবারটি শনিবার রাত প্রায় ২টো নাগাদ সালফাস নামে একটি বিষাক্ত ট্যাবলেট খেয়ে নেয়। এই ট্যাবলেট সাধারণত কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। তবে ৮ বছর বয়সি ছোট সন্তান রাকেশ কুমার ট্যাবলেট মুখে নেওয়ার পর তা ফেলে দেয়, ফলে সে বেঁচে যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কানহাইয়ার শ্যালিকা বীনা দেবী একজন আত্মীয়ের কাছ থেকে ফোন পান। তিনি দ্রুত তাঁদের সাহায্যে ছুটে যান। এরপর সবাইকে প্রথমে অমরপুর রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চার জনকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের মায়াগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কানহাইয়া মাহাতো হাসপাতালে যাওয়ার পথেই মারা যান। হাসপাতাল সূত্রে খবর, তাঁর স্ত্রী ও সন্তানেরা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি আবারও ঋণের ফাঁদে পড়া পরিবারের দুর্দশা ও ব্যাঙ্কের এজেন্টদের হয়রানির কুপ্রভাবকে সামনে নিয়ে এল।

আরও পড়ুন: ‘আমি আর পারছি না’! সুইসাইড নোটে কর্তৃপক্ষের চাপের কথা লিখে আত্মহত্যা বেসরকারি ফিনান্স সংস্থার এরিয়া ম্যানেজারের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।