Homeখবরদেশঋণের বোঝা! বেসরকারি ব্যাঙ্ক এজেন্টদের হয়রানি সইতে না পেরে বিষাক্ত ট্যাবলেট খেয়ে...

ঋণের বোঝা! বেসরকারি ব্যাঙ্ক এজেন্টদের হয়রানি সইতে না পেরে বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলল পুরো পরিবার

প্রকাশিত

ক্রমশ বেড়ে চলা ঋণের চাপে বিপর্যস্ত এক পরিবারের পাঁচ সদস্য বিষাক্ত ট্যাবলেট খেয়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য। বিহারের বাঁকা জেলায় ওই পরিবারের একজনের মৃত্যু হয়েছে এবং বাকি চার জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। শনিবার ভোরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় পরিবারের প্রধান কানহাইয়া মাহাতো মারা গিয়েছেন। তাঁর স্ত্রী গীতা দেবী এবং তিন সন্তান বর্তমানে ভগতপুরের মায়াগঞ্জ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ধার ও ঋণের চাপ এবং বেসরকারি ব্যাঙ্কের এজেন্টদের লাগাতার হয়রানির কারণে তাঁরা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হন। অটোচালক হিসেবে জীবিকা নির্বাহ করতেন কানহাইয়া মাহাতো। পরিবারের খরচ মেটাতে একাধিক বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু ক্রমাগত বাড়তে থাকা ঋণ এবং দারিদ্র্যের কারণে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে।

১৬ বছর বয়সি কন্যা সাবিতা কুমারী কান্নায় ভেঙে পড়ে জানিয়েছে, “মা-বাবা বলেছিলেন, আমরা এই লজ্জা নিয়ে বাঁচতে পারব না। তাঁরা বলেছিলেন, আমরা সবাই একসঙ্গে যাব”।

পরিবারটি শনিবার রাত প্রায় ২টো নাগাদ সালফাস নামে একটি বিষাক্ত ট্যাবলেট খেয়ে নেয়। এই ট্যাবলেট সাধারণত কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। তবে ৮ বছর বয়সি ছোট সন্তান রাকেশ কুমার ট্যাবলেট মুখে নেওয়ার পর তা ফেলে দেয়, ফলে সে বেঁচে যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কানহাইয়ার শ্যালিকা বীনা দেবী একজন আত্মীয়ের কাছ থেকে ফোন পান। তিনি দ্রুত তাঁদের সাহায্যে ছুটে যান। এরপর সবাইকে প্রথমে অমরপুর রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চার জনকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুরের মায়াগঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কানহাইয়া মাহাতো হাসপাতালে যাওয়ার পথেই মারা যান। হাসপাতাল সূত্রে খবর, তাঁর স্ত্রী ও সন্তানেরা এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি আবারও ঋণের ফাঁদে পড়া পরিবারের দুর্দশা ও ব্যাঙ্কের এজেন্টদের হয়রানির কুপ্রভাবকে সামনে নিয়ে এল।

আরও পড়ুন: ‘আমি আর পারছি না’! সুইসাইড নোটে কর্তৃপক্ষের চাপের কথা লিখে আত্মহত্যা বেসরকারি ফিনান্স সংস্থার এরিয়া ম্যানেজারের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...