গায়ক কবীর সুমন চেয়েছিলেন, ‘বিজেপি নেতার সালমা খাতুন পত্রবধূ’। এক্ষেত্রে বিজেপি নেতা নিজে মুসলিম এবং তাঁর পুত্রবধূও মুসলিম। তবে তাঁদের দেশ আলাদা। বিজেপি নেতার দেশ ভারত, পূত্রবধূর পাকিস্তান।
উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার পুত্রের বিয়ে হল পাকিস্তানি মহিলার সঙ্গে। তবে সাক্ষাতে এই বিয়ে দেওয়া সম্ভব হয়নি। অনলাইনে তাঁদের বিয়ে হয়ে। উভয়পক্ষের দাবি রাজনৈতিক এবং ভিসা সমস্যার কারণে সাক্ষাতে তাঁদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি। তাই প্রযুক্তির মাধ্যমে বিয়ের আয়োজন করা হয়েছে।
বিয়ের পাত্র মোহাম্মদ আব্বাস হায়দার এবং পাত্রীর নাম লাহোরের আন্দলীপ জাহরা। ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে তাঁরা সরাসরি দেখা করতে পারেননি। পাত্রের বাবা তাহসিন শাহিদ, যিনি বিজেপির একজন নেতা, এই বিয়ের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। পাত্রীর মা অসুস্থ হয়ে আইসিইউ-তে ভর্তি হওয়ায় আরও কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।
ধর্মীয় বিধি মেনেই অনলাইনে ‘নিকাহ’ সম্পন্ন করা হয়। মুম্বইয়ের এক ইমামবাড়ায় পাত্রের পরিবার এবং বরযাত্রীরা উপস্থিত ছিলেন, যখন পাকিস্তানের লাহোর থেকে পাত্রীর পরিবার ভিডিও কলে যোগ দেন।
শিয়া ধর্মীয় নেতা মৌলানা মাহফুজুল হাসান খান সংবাদমাধ্যমকে বলেন, “ইসলামে মহিলার সম্মতি নিকাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি মৌলানাকে তার সম্মতি জানিয়ে থাকেন।” তিনি আরও বলেন, উভয় পক্ষের মৌলানার উপস্থিতিতে এই ধরনের অনলাইন ‘নিকাহ’ সম্ভব।
বিয়ের পরে মোহাম্মদ আব্বাস হায়দার আশাবাদী যে তাঁর স্ত্রী শীঘ্রই ভারতের ভিসা পেয়ে তাঁর থাকতে পারবেন।
অনলাইন বিয়েতে বিজেপি এমএলসি ব্রিজেশ সিং প্রিষু সহ আরও অনেক অতিথি উপস্থিত ছিলেন এবং তাঁরা পাত্রের পরিবারকে শুভেচ্ছা জানান।