ত্রিপুরা : চলতি মাসেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ত্রিমুখী এই নির্বাচনে জোড় কদমে হতে চলেছে লড়াই। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই প্রকাশ করা হয়েছে প্রার্থী তালিকা। প্রকাশিত হয়েছে তারকা প্রচারের তালিকা।
বিজেপি এবং তৃণমূলের প্রচার তালিকায় না জায়গা পেয়েছে একাধিক তারকারা। কিন্তু বামেদের প্রচার তালিকায় জায়গা পেল চেনা মুখ। তার প্রচারক হয়ে ত্রিপুরায় যাবে এ রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীরা।
বাম শিবির সূত্রে জানা যাচ্ছে, ভোট প্রচারে ত্রিপুরায় যাবেন মোহাম্মদ সেলিম, রামতন্দ্র ডোম, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব। যুবদের মধ্যে থাকছেন শতরূপ ঘোষ, হিমাঙ্করাজ ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, ময়ুক রঞ্জন ঘোষ সহ আরও অন্যান্যরা।
উল্লেখ্য, ত্রিপুরায় জমি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। চলতি মাসের ৬ এবং ৭ তারিখে ত্রিপুরা সফরে যাচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেন সৌগত রায় সহ একাধিক অভিনেতা অভিনেত্রীরা। এক কথায় বলতে গেলে জমজমাট লড়াই হতে চলেছে। ফলাফল ঘোষণা করা হবে আগামী মাসের দু তারিখ। লড়াইয়ের ময়দানে টিকে থাকে কোন দল এখন সেদিকেই নজর গোটা দেশবাসীর।