Homeখবরদেশ'বিজেপি ৩৭০, এনডিএ ৪০০ পার', সংসদে দাঁড়িয়ে দাবি প্রধানমন্ত্রী মোদীর

‘বিজেপি ৩৭০, এনডিএ ৪০০ পার’, সংসদে দাঁড়িয়ে দাবি প্রধানমন্ত্রী মোদীর

প্রকাশিত

নয়াদিল্লি: এপ্রিল-মে মাসে লোকসভা ভোটে। তার আগে বড়োসড়ো ভবিষ্যদ্বাণী করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি জোরের সঙ্গে দাবি করেন, ‘‘২০২৪ সালের লোকসভা ভোটে এনডিএ ৪০০-র বেশি আসন পাবে।’’

সোমবার লোকসভায় জবাবি ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কংগ্রেসকে ধারাবাহিক আক্রমণ করেন প্রধানমন্ত্রী। কখনও নেহরু জমানাকে দুষেছেন, কখনও ইন্দিরা গান্ধীর সমালোচনা করেছেন। পাশাপাশি তুলে ধরেন তাঁর জমানায় উন্নয়নের দীর্ঘ খতিয়ান। একই সঙ্গে আগামী লোকসভা ভোটে বিজেপি ক’টি আসন পাবে সেটাও জানিয়ে দিয়েছেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের টানা তৃতীয় মেয়াদে দেশ তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। গোটা দেশ বলছে আবকি বার, ৪০০ পার। দেশের মেজাজ বলছে, এনডিএ ৪০০ পার করবেই। ভারতীয় জনতা পার্টি ৩৭০ আসন অবশ্যই পাবে।

প্রধানমন্ত্রীর কথায়, “আমরা প্রথম মেয়াদে ইউপিএ-র খোঁড়া গর্ত ভরাট করেছি। দ্বিতীয় মেয়াদে আমরা নয়া ভারতের ভিত তৈরি করেছি। আর তৃতীয় মেয়াদে আমরা বিকশিত ভারতের নির্মাণকে নতুন গতি দেব।”

মোদী সরকারের তৃতীয় মেয়াদে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। পরিসংখ্য়ান উল্লেখ করে মোদী বলেন, “ভারত ২০১৪ সালে ১১তম বৃহত্তম অর্থনীতি ছিল। আজ, ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি, এবং তবুও তারা (কংগ্রেস) নীরব… তারা আসলে ভাবছে ভারত ৩০ বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম হবে। আমরা জাতিকে এত দিন অপেক্ষা করতে দেব না। এটা মোদীর গ্যারান্টি যে আমাদের তৃতীয় মেয়াদে ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। ..”

আরও পড়ুন: ‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমতি ছাড়া বসার অভিযোগ, সোনম ওয়াংচুকের সহযোগীদের থানায় তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ

লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে অষ্টম দিনের অনশনে বসে ছিলেন সোনম ওয়াংচুক। রবিবার দিল্লি পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত