Homeখবরদেশপ্রার্থী তালিকায় চমক বিজেপির, জায়গা পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন ফুলটাইমার

প্রার্থী তালিকায় চমক বিজেপির, জায়গা পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন ফুলটাইমার

প্রকাশিত

ত্রিপুরা : রাজ্যে বিধানসভা নির্বাচন। প্রার্থী তালিকায় একাধিক চমক গেরুয়া শিবিরের। বঙ্গ বিজেপির প্রাক্তন ফুলটাইম আর জায়গা পেলেন ত্রিপুরা বিধানসভার প্রার্থী তালিকায়। শুরু বিতর্ক। জানা যাচ্ছে, নলচর বিধানসভার প্রার্থী করা হয়েছে কিশোর বর্মনকে। তাঁর আয় এবং তার উৎস নিয়ে প্রশ্ন তুলছেন বঙ্গ বিজেপির নেতাদের একটা বড় অংশ। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।

২০২১ এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ২০০ আসনের স্বপ্ন দেখেছিল গেরুয়া শিবির। অথচ মাত্র ৭৭ থমকে গিয়েছিল বিজয় চাকা। আর তারপরেই ত্রিপুরায় ঘাঁটি গাড়েন কিশোর বর্মন। বর্তমানে তিনি ত্রিপুরার অন্যতম সাধারণ সম্পাদক। ভোট প্রচারের শেষ দিন অর্থাৎ শুক্রবার এই বিজেপি নেতার আয় ব্যয় সংক্রান্ত গরমিলের অভিযোগ তুলে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম। আর তাতেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরের।

জানা যাচ্ছে, ২০১৯ সালে আরএসএস ছাত্র শাখার এফিপি থেকে সরাসরি বিজেপিতে যোগদান করেন কিশোর বর্মন। একটা সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বশীল তিনি। এই নেতার উপস্থিতিতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোট প্রচার সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব। যদিও সংঘের প্রচারক হিসেবে আনুষ্ঠানিক তকমা পাননি কিশোর বর্মন।

সূত্রের খবর, সাংসারিক বন্ধনহীন এই নেতাদের আক্ষরিক অর্থেই আয় থাকেনা। সঙ্ঘ কিংবা পার্টি সংশ্লিষ্ট নেতার খরচ বহন করে। আর এটা নিয়েই প্রশ্ন তুলছেন রাজ্য বিজেপি নেতাদের একাংশ। তাঁদের দাবি, হলফনামায় ২০১৬–১৭ থেকে টানা তিনটি অর্থবর্ষে কিশোর বর্মণের আয় ছিল শূন্য।

২০২০–২১ অর্থবর্ষে শেয়ার–সহ একাধিক বিনিয়োগ মিলিয়ে ৪৭ লাখ টাকা আয় দেখানো হয়েছে তাঁর। এত টাকা আয়ের উৎস কি? দলের অন্দরেই উঠেছে প্রশ্ন। এই বিষয়ে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন বিজেপি নেতারা নির্বাচনের সময় কোটি কোটি টাকা তুলেছে। বাংলা থেকে টাকা নিয়ে ত্রিপুরায় এসে ভোটে প্রার্থী হওয়ার মধ্যে সেটা স্পষ্ট। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হবে।’‌

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।