খবর অনলাইন ডেস্ক: যাত্রীরা সবাই বিমানে বসে পড়েছেন। উড়ান ছাড়ব ছাড়ব করছে। এমন সময় এল হুমকি – বোমা রাখা আছে। হুমকি পেয়ে সঙ্গে সঙ্গে যাত্রীদের এমার্জেন্সি একজিট দিয়ে নিরাপদে বার করে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটল দিল্লি বিমানবন্দরে। পরে এটি উড়ো হুমকি বলে জানা গিয়েছে।
ইন্ডিগোর ৬ই২২১১ দিল্লি-বারাণসী উড়ান ভোর ৫টা ৩৫ মিনিটে দিল্লি বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল। বিমান ছাড়ার একটু আগে আসে ওই হুমকি। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে বিমানটিকে ‘আইসোলেশন বে’-তে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এবং বোমা নিস্ক্রিয় করার একটি টিম ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা যাবতীয় অনুসন্ধান করেন।
সিআইএসএফ-এর এক আধিকারিক ঘটনাস্থলেই ছিলেন। তিনি জানিয়েছেন, “ইন্ডিগোর দিল্লি- বারাণসী উড়ানের শৌচাগারে একটি টিস্যু পেপার পাওয়া যায়। তাতে ‘বম্ব’ (Bomb) শব্দটি লেখা ছিল। সঙ্গে সঙ্গে নিরাপত্তা এজেন্সিগুলির যোগাযোগ করা হয়। তাঁরা অনুসন্ধান চালান। পরে বোঝা যায়, ধোঁকা দেওয়া হয়েছে।”