Homeখবরদেশস্তন ক্যান্সার সচেতনতা বিজ্ঞাপনে ‘কমলা’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে দিল্লি...

স্তন ক্যান্সার সচেতনতা বিজ্ঞাপনে ‘কমলা’ শব্দ ব্যবহার নিয়ে বিতর্ক, সমালোচনার মুখে দিল্লি মেট্রো

প্রকাশিত

দিল্লি মেট্রোতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে একটি বিজ্ঞাপন নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। যেখানে স্তনের পরিবর্তে ‘কমলা’ শব্দটি ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনটি ইন্টারনেটে সমালোচনার মুখে পড়েছে এবং অনেকেই এটিকে অনুপযুক্ত ও অসংবেদনশীল বলে মন্তব্য করেছেন।

ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এই বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে। তাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি একটি ছবিতে বাসের মধ্যে এক মহিলাকে কমলা হাতে ধরে থাকতে দেখা যায়। বিজ্ঞাপনের ক্যাপশনে লেখা রয়েছে, ‘‘মাসে একবার কমলা পরীক্ষা করুন’’। এই বিজ্ঞাপনের মাধ্যমে স্তনে কোনরকম ফোলাভাব বা গঠনগত পরিবর্তন বোঝার জন্য নিয়মিত নিজস্ব পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই প্রচারাভিযানটি ক্রিকেটার যুবরাজ সিংয়ের প্রতিষ্ঠিত ইউ উই ক্যান ফাউন্ডেশনের উদ্যোগে প্রচার করা হয়েছে।

একজন দিল্লি মেট্রো যাত্রী বিজ্ঞাপনের একটি ছবি শেয়ার করে বিজ্ঞাপনটির ভাষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘‘দেশ কী ভাবে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াবে, যদি আমরা স্তনকে তাদের আসল নামেই ডাকতে না পারি? দিল্লি মেট্রোতে এই বিজ্ঞাপনটি দেখলাম এবং খুবই অস্বস্তিকর লাগল। কমলা পরীক্ষা করুন? এই ধরনের প্রচার পরিকল্পনা তৈরি করে কারা, আর এগুলো অনুমোদন করে কারা? আমাদের কী এমন সব লোকজনের দ্বারা পরিচালিত হচ্ছে যারা এত বোকা যে এই বিজ্ঞাপনটি প্রকাশ্যে এসেছে? লজ্জাজনক এবং বিব্রতকর।’’

বিজ্ঞাপনটি শেয়ার করে যুবরাজ সিংকেও ট্যাগ করে ওই ব্যক্তি আবেদন করেন, ‘‘যদিও আপনার উদ্দেশ্য হয়তো সঠিক ছিল, আমি আপনাকে অনুরোধ করছি এই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলুন। এটি সত্যিই আপত্তিকর এবং অবিশ্বাস্য।’’

চেন্নাইয়ের বিশিষ্ট চিকিৎসক ডা. জাইসন ফিলিপও বিজ্ঞাপনটি সমালোচনা করে বলেন, ‘‘অক্টোবর মাস হল স্তন ক্যান্সার সচেতনতা মাস। দয়া করে চিকিৎসকদের সহযোগিতা করুন, যাতে অনাবশ্যক দুর্ভোগ এবং মৃত্যু রোধ করা যায়। স্তন ক্যান্সার ডায়াগনসিস এবং ম্যানেজমেন্ট প্রসঙ্গে ‘ব্রেস্ট’ শব্দটি উচ্চারণে কোনও সমস্যা নেই।’’

অনেকেই এক্স (আগের টুইটার)-এ বিজ্ঞাপনটির ভাষা নিয়ে কটাক্ষ করে একে “অসংবেদনশীল” এবং “রুচিহীন” বলে মন্তব্য করেছেন। তাঁদের দাবি, এমন তুলনা ক্যান্সারের মতো গুরুতর রোগকে তুচ্ছ করে তুলতে পারে এবং স্তন ক্যান্সারে আক্রান্তদের মানসিক ভাবে আঘাত করতে পারে।

এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই বিজ্ঞাপন থেকে কারও কিছুই বোঝার উপায় নেই, কেই হয়তো আরও খারাপ কিছু ভাবতেও পারেন। এর কোনও কার্যকরী উদ্দেশ্য নেই। বড় অক্ষরে ‘ব্রেস্ট ক্যান্সারের জন্য নিজেকে পরীক্ষা করুন’ লেখা থাকলে এটি আরও বেশি কার্যকর হতে পারত।’’

আরেকজন যোগ করেন, ‘‘এ ধরনের ভাষা ব্যবহার করে সচেতনতা বাড়ানো সম্ভব নয়। স্পষ্টতা শিখতে হবে, অস্পষ্টতা নয়। এই বিজ্ঞাপনটি সরিয়ে নিন এবং যিনি এটি তৈরি করেছেন তাঁকে বরখাস্ত করুন।’’

যদিও কিছু মানুষ এই বিজ্ঞাপনের লক্ষ্যকে সমর্থন করেছেন, তাদের মতে এটি একটি আকর্ষণীয় বার্তা তৈরি করেছে, যা স্তনের স্বাস্থ্য এবং স্ব-পরীক্ষা নিয়ে আলোচনার উৎসাহ জোগায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।