Home খবর দেশ উপনির্বাচনের দিন ঘোষণা: কালীগঞ্জ-সহ দেশের পাঁচ বিধানসভা কেন্দ্রে ভোট ১৯ জুন

উপনির্বাচনের দিন ঘোষণা: কালীগঞ্জ-সহ দেশের পাঁচ বিধানসভা কেন্দ্রে ভোট ১৯ জুন

Election Commission Response,

দেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ জুন (বুধবার) এই পাঁচ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ২৩ জুন (রবিবার)

যে পাঁচটি কেন্দ্র উপনির্বাচনের আওতায় পড়ছে, সেগুলি হল—
পশ্চিমবঙ্গের কালীগঞ্জ,
গুজরাতের কাদি ও বিসাবদর,
পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম,
কেরলের নীলাম্বুর

কেন হচ্ছে উপনির্বাচন?

কালীগঞ্জ (পশ্চিমবঙ্গ):
২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন নাসিরুদ্দিন খান ওরফে লাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতে পড়ে যান তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর গত তিন মাস ধরে বিধায়কহীন ছিল কালীগঞ্জ। অবশেষে নির্ধারিত হল উপনির্বাচনের দিন।

কাদি (গুজরাত):
এই কেন্দ্রে বিজেপি বিধায়ক করসনভাই পঞ্জাভাই সোলাঙ্কি দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি, ৬৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এর জেরেই সেখানে উপনির্বাচন।

বিসাবদর (গুজরাত):
এখানে বিধায়কের পদত্যাগের কারণে উপনির্বাচনের প্রয়োজন হয়েছে। আম আদমি পার্টি-র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন ভূপেন্দ্রভাই ভয়ানি। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। সেই থেকেই কেন্দ্রটি বিধায়কশূন্য।

লুধিয়ানা পশ্চিম (পঞ্জাব) এবং নীলাম্বুর (কেরল) কেন্দ্রেও বিভিন্ন কারণে বিধায়কপদ খালি হয়ে পড়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, সব ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে ভোট ও গণনা সম্পন্ন করা হবে।

পড়ুন: ২০২৫ সালে নিজের ভোটার তালিকার তথ্য কীভাবে অনলাইনে যাচাই করবেন? সহজ পদ্ধতি জানুন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version