Home প্রযুক্তি চিনা সংস্থার সহায়তায় সৌদি আরবে চালু এআই ডক্টর ক্লিনিক

চিনা সংস্থার সহায়তায় সৌদি আরবে চালু এআই ডক্টর ক্লিনিক

0
এআই প্রযুক্তি

সৌদি আরবে খুলেছে এমন এক অভিনব ডক্টর ক্লিনিক যেখানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চিকিৎসা করা হবে রোগীদের। সৌদি আরবের পূর্ব প্রান্তের আল আহসা প্রদেশে গত মাস থেকে পরীক্ষামূলক ভাবে এআই ডক্টর ক্লিনিক চালু করা হয়েছে। চিনা মেডিক্যাল টেকনোলজি সংস্থা Synyi AI ও সৌদি আরবের Almoosa Health Group এআই ডক্টর ক্লিনিক চালু করেছে। চিনা সংস্থা জানিয়েছে, মানুষ চিকিৎসকরা ‘সেফটি গেটকিপার’ হিসাবে কাজ করবেন। এআই প্রযুক্তি নির্ভর চিকিৎসকরা স্বাধীন ভাবে রোগীর অসুখ চিহ্নিত করে প্রেসক্রিপশন তৈরি করবে। চিকিৎসা পদ্ধতি ও রোগ নির্ণয় ঠিক হয়েছে কিনা তা দেখবেন মানুষ চিকিৎসকরা।

কীভাবে কাজ করবে এআই ডক্টর ক্লিনিকরোগী ক্লিনিকে আসার পর এআই প্রযুক্তি নির্ভর চিকিৎসক ‘ডক্টর হুয়া’-কে নিজের শরীরের নানান রকম উপসর্গ, সমস্যার কথা ট্যাবলেট কম্পিউটার মারফত জানাবেন রোগী। এআই ডক্টর হুয়া-ও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। তথ্য ও ছবি যাচাই করবে এআই ডক্টর হুয়া। তবে তা করবে মানুষ চিকিৎসকের তত্ত্বাবধানে। জরুরি অবস্থায় এআই ডক্টর হুয়া নয় চিকিৎসা করবেন মানুষ চিকিৎসক।
এদিকে, চিনে বিশ্বে প্রথম বার পুরোপুরি এআই প্রযুক্তি নির্ভর হাসপাতাল (এজেন্ট হাসপাতাল) তৈরি হয়েছে। এই ভার্চুয়াল হাসপাতালের সব পরিষেবাই দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কোনো মানুষ চিকিৎসক নেই চিকিৎসা করবে এআই চিকিৎসক, রোবোটিক সার্জেন। চিনেন সিংহুয়া বিশ্ববিদ্যালয় (Tsinghua Hospital) এর গবেষকরা এমনই অভিনব হাসপাতাল তৈরি করেছেন।

পুরোপুরি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর এজেন্ট হাসপাতাল একেবারে পুরোপুরি ভার্চুয়াল ফেসিলিটি। এই ভার্চুয়াল হাসপাতালে কোনো মানুষ চিকিৎসক যেমন নেই তেমনই নেই কোনো মানুষ স্বাস্থ্যকর্মী, কোনো হাসপাতালের কর্মচারী। এমনকি নেই কোনো হাসপাতালের ওয়ার্ডও। এজেন্ট হাসপাতালে থাকবে ১৪ জন এআই চিকিৎসক ও ৪ জন এআই নার্স। এরা প্রতিদিন ৩ হাজার রোগী দেখতে সক্ষম। সিমিউলেটেড পরিবেশে এআই এজেন্টরা ভার্চুয়ালি রোগীর অসুখ চিহ্নিত করে ট্রিটমেন্ট শুরু করবে। অত্যাধুনিক ল্যাঙ্গুয়েজ মডেল ও মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করবে এআই চিকিৎসক ও এআই নার্স।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version