Homeখবরদেশশপথ নিয়েই কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাইছেন এনডিএ সঙ্গী চন্দ্রবাবু নাইডু, অস্বস্তিতে...

শপথ নিয়েই কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাইছেন এনডিএ সঙ্গী চন্দ্রবাবু নাইডু, অস্বস্তিতে বিজেপি

প্রকাশিত

হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিজেই নিজেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির বাড়িতে দেখা করার জন্য আমন্ত্রণ জানালেন। শপথগ্রহণের দিক কয়েকে মধ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির জোট সঙ্গী চন্দ্রবাবুর দেখা করতে চাওয়ায়, রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছে।

এই আমন্ত্রণের প্রেক্ষিতে নানা জল্পনা উঠে আসছে। কেউ মনে করছেন, দুই রাজ্যের মধ্যে প্রকল্পগুলিতে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ব্যাপারে চন্দ্রবাবুও ইঙ্গিত দিয়েছেন তাঁর আমন্ত্রণের চিঠিতে। 

চিঠিতে চন্দ্রবাবু লিখেছেন, “ইতিমধ্যে ১০ বছর হয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা গঠিত হওয়ার পর। পুনর্গঠন আইন থেকে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে একাধিক আলোচনা হয়েছে, যা উভয় রাজ্যের কল্যাণ এবং অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। আমাদের উচিত এই বিষয়গুলি শান্তিপূর্ণভাবে এবং যত্ন সহকারে সমাধান করা। এই প্রেক্ষিতে, আমি প্রস্তাব করছি যে আমরা ৬ জুলাই শনিবার বিকেলে আপনার বাড়িতে মিলিত হই।”

তিনি আরও লিখেছেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মুখোমুখি বৈঠক আমাদেরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করার সুযোগ করে দেবে। যা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য পারস্পরিকভাবে লাভজনক সমাধানগুলি অর্জন করতে সহায়তা করবে। আমি নিশ্চিত যে আমাদের আলোচনাগুলি ফলপ্রসূ ফলাফল নিয়ে আসবে।”

তেলেঙ্গানা গঠনের পরে অন্ধ্রপ্রদেশ এবং তার মুখ্যমন্ত্রীর জন্য একটি জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে যখন হায়দরাবাদকে যৌথ রাজধানী হিসাবে ভাগ করে নেওয়ার ১০ বছরের সময়সীমা শেষ হচ্ছে।

অন্ধ্রপ্রদেশ এখনও রাজ্যের জন্য রাজধানী তৈরি করতে পারেনি। নাইডুর অমরাবতী প্রকল্প গত পাঁচ বছর ধরে স্থবির হয়ে আছে, কারণ তার পূর্বসূরি জগন মোহন রেড্ডি এ নিয়ে কোনও উদ্যোগই নেননি। 

চন্দ্রবাবুর কাছে রাজনৈতিক ভাবে এই সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ হবে। ভোটে জেতার পর এর মাধ্যমে নিজের গুরুত্বকেও প্রতিবেশী রাজ্যে তুলে ধরতে পারবেন। এর ফলে গত এক দশক ধরে তেলেঙ্গানায় নিজের দল তেলেগু দেশম পার্টির বিস্তারে যে চেষ্টা করছেন, তা অনেকটাই মসৃণ হবে।

তবে দুই নেতার একে অপরের সঙ্গে ঘনিষ্ট পরিচিতি রয়েছে। কংগ্রেসে যোগদানের আগে রেড্ডি তেলেগু দেশম পার্টির সদস্য ছিলেন এবং চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠ সহচর ছিলেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...