Homeখবরদেশকলকাতার আন্দোলনের পাশে দাঁড়াতে মোমবাতি মিছিলের ডাক দিল্লির এইমসে

কলকাতার আন্দোলনের পাশে দাঁড়াতে মোমবাতি মিছিলের ডাক দিল্লির এইমসে

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: কলকাতার আন্দোলনের পাশে দাঁড়াতে মোমবাতি মিছিলের ডাক দেওয়া হল দিল্লির এইমসে। আন্দোলনে সংহতি জানাতে ৯ অক্টোবর মোমবাতি মিছিল করবেন দিল্লি এইমসের রেসিডেন্ট ডাক্তারেরা। সেই দিনেই আরজি করের বিচারের দাবিতে আন্দোলন দু’ মাসে পড়বে। বুধবার সন্ধ্যা ৬টায় দিল্লির জওহরলাল নেহরু প্রেক্ষাগৃহের সামনে থেকে শুরু হবে তাঁদের মোমবাতি মিছিল।

গত ৯ অগস্ট আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে টানা কর্মবিরতি শুরু করেছিলেন রাজ্যের সব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। সেই প্রতিবাদ, আন্দোলনের আঁচ ছড়িয়েছিল গোটা দেশের চিকিৎসকমহলে। বাংলার বাইরেও বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি ঘোষণা করেছিলেন। দিল্লি এইমসেও ১১ দিন ধরে চলেছিল রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের অনুরোধের পর কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন তাঁরা।

রাজ্য সরকারের তরফে ইতিবাচক আশ্বাস পাওয়ার পর কাজে ফিরেছিলেন বাংলার জুনিয়র ডাক্তারেরাও। আংশিক ভাবে প্রত্যাহার করেছিলেন কর্মবিরতি। কিন্তু সাগর দত্ত হাসপাতালের ডাক্তারদের উপর হামলার ঘটনার পরে ফের পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছিলেন তাঁরা। তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। সিনিয়রদের পরামর্শে এবং রোগীস্বার্থ বিবেচনা করে কাজে ফেরেন তাঁরা। বদলে যায় আন্দোলনের পন্থা। শনিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে এবার মোমবাতি মিছিলের ডাক দিলেন দিল্লি এইমসের রেসিডেন্ট ডাক্তারেরা।

এক বিবৃতিতে দিল্লি এইমসের রেসিডেন্ট ডাক্তারেরা জানিয়েছেন, তাঁরা নির্যাতিতার বিচারের দাবিতে অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন। সরকার ও তদন্তকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে তাঁদের এই ‘সাহসী সিদ্ধান্তকেও’ কুর্নিশ জানিয়েছেন এইমসের রেসিডেন্ট ডাক্তারেরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...