আবগারি নীতিতে উত্তাল রাজধানী, কেজরিওয়ালের পদত্যাগের দাবি

নয়া দিল্লি : আবগারি নীতি নিয়ে উত্তাল রাজধানী। এই অভিযোগে নাম জড়িয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আম আদমি পার্টির অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি। উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। রীতিমত হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নামেন বিজেপি কর্মীরা।

পুলিশ বিক্ষোভকারীদের হটাতে এলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

উল্লেখ্য, দিল্লি সরকারের আবগারি নীতিতে বেনিয়মের তদন্তে দ্বিতীয় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সরব হয় বিজেপি।

যদিও বিজেপির অভিযোগ মানতে নারাজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর পাল্টা দাবি, এই মামলাটির সম্পূর্ণ ভুয়ো। সরকারকে বিপদে ফেলার লক্ষ্যেই মিথ্যা অভিযোগ তুলছে বিজেপি।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন