Home খবর রাজ্য ৪২-এ ৩৫! সিউড়ির সভায় লোকসভার টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ

৪২-এ ৩৫! সিউড়ির সভায় লোকসভার টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ

0
ধর্মতলার সভায় থাকবেন অমিত শাহ। ফাইল ছবি

সিউড়ি: শুক্রবার সিউড়ির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথম বার তাঁর মুখে শোনা গেন নিয়োগ দুর্নীতির অভিযোগ। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো যা পারেন করে নিন, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই থামবে না। একই সঙ্গে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেই ‘টার্গেট’ বেঁধে দিলেন অমিত শাহ।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির টার্গেট বেঁধে দিয়ে সিউড়ির সভা থেকে অমিত শাহ বলেন, “আগামী লোকসভায় ফের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে। বাংলা থেকে আমাদের ৩৫টি আসন দিন। লোকসভায় বাংলা থেকে যদি ৩৫ আসন বিজেপি পায়, তা হলে ২০২৬ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। ২০২৫ সালের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফুঁস হয়ে যাবে।”

বলে রাখা ভালো, ২০১৯ সালে পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি নিজেদের দখলে এনেছিল বিজেপি। তারপর ২০২১-এর বিধানসভা নির্বাচনে ২০০ পারের হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ। যদিও অর্ধেক রাস্তা যাওয়ার আগেই থমকে গিয়েছিল বিজেপির রথ। তবে পরিসংখ্যানগত দিক থেকে বিধানসভার আসন একলাফে অনেকটা বাড়িয়ে নিয়েছিল বিজেপি। বছর ঘুরলেই লোকসভা ভোট। এখন সেদিকে তাকিয়েই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের উদ্দেশে টার্গেট বেঁধে দিলেন তিনি।

এ বার তিনি স্পষ্ট‌তই জানিয়ে দিলেন, লোকসভার টার্গেট পূরণ হলে মমতার সরকার মেয়াদ পূরণ করতে পারবে না। ২০২৬ সালে পরবর্তী বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। এ প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে অমিত শাহ বলেন, “মমতাদি আপনি দেখছেন আগামীতে আপনার ভাইপো মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু বীরভূমের মাটি থেকে আমি বলে যাচ্ছি আগামী বিধানসভায় জিতে বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই কেউ হবেন”।

আরও পড়ুন: আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব সিবিআইয়ের, আপ বলছে ‘অত্যাচারের অবসান হবেই’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version