গত ৪ মে মণিপুরে তিন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর সেই ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। শুক্রবার তদন্তভার নেওয়ার পর এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সম্প্রতি এক ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, কুকি সম্প্রদায়ের তিন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়। লাঞ্ছিতাদের মধ্যে একজনকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। সেই ঘটনার তদন্তের দায়িত্ব নেওয়ার পরে, মণিপুর পুলিশের দায়ের করা প্রথম এফআইআর পুনরায় নিবন্ধন করেছে সিবিআই।
উল্লেখ্য, গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় নিন্দায় সরব হয় নানা মহল। তার পরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অত্যাচারের ভিডিয়ো তৈরির অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। যে ফোনে ভিডিয়ো তোলা হয়েছিল, সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে।
গত বুধবার এই মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করেছিল মণিপুর সরকার। পর দিন, বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের জন্য কর্মী ও প্রশিক্ষণ বিভাগকেও সুপারিশ করা হয়। ওই দিনই সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেছে যে মামলাটি সিবিআই-এর হাতে স্থানান্তর করা হয়।