Homeখবরদেশমণিপুরে মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে, দায়ের এফআইআর

মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে, দায়ের এফআইআর

প্রকাশিত

গত ৪ মে মণিপুরে তিন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর সেই ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। শুক্রবার তদন্তভার নেওয়ার পর এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সম্প্রতি এক ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, কুকি সম্প্রদায়ের তিন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়। লাঞ্ছিতাদের মধ্যে একজনকে গণধর্ষণ করা হয় বলেও অভিযোগ। সেই ঘটনার তদন্তের দায়িত্ব নেওয়ার পরে, মণিপুর পুলিশের দায়ের করা প্রথম এফআইআর পুনরায় নিবন্ধন করেছে সিবিআই।

উল্লেখ্য, গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় নিন্দায় সরব হয় নানা মহল। তার পরেই একে একে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অত্যাচারের ভিডিয়ো তৈরির অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে। যে ফোনে ভিডিয়ো তোলা হয়েছিল, সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে।

গত বুধবার এই মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করেছিল মণিপুর সরকার। পর দিন, বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের জন্য কর্মী ও প্রশিক্ষণ বিভাগকেও সুপারিশ করা হয়। ওই দিনই সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করেছে যে মামলাটি সিবিআই-এর হাতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ, মামলা অন্যত্র সরাতে চায় কেন্দ্র

সাম্প্রতিকতম

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

আরও পড়ুন

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...

উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল এইমস  

হৃষীকেশ: সিলকিয়ারার সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিক সবাই সুস্থ আছেন। তাঁরা যে...

তেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

হায়দরাবাদ: ইভিএম মেশিনে গোলযোগ-সহ ছোটোখাটো দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শান্তিতেই...