Home খবর দেশ আরজি করে জওয়ানদের খাওয়া-থাকার ব্যবস্থা করেনি রাজ্য: সুপ্রিম কোর্টে কেন্দ্র

আরজি করে জওয়ানদের খাওয়া-থাকার ব্যবস্থা করেনি রাজ্য: সুপ্রিম কোর্টে কেন্দ্র

আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি হলফনামায় কেন্দ্র জানায়, আরজি কর মেডিক্যাল কলেজে মোতায়েন সিআইএসএফ জওয়ানদের জন্য রাজ্য সরকার কোনও ব্যবস্থা করেনি।

গত ৯ অগস্ট, আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে উদ্ধার হয় এক যুবতী চিকিৎসকের দেহ। ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠার পর, কলকাতা হাই কোর্ট ১৩ অগাস্ট মামলার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেয়।

১৪ অগস্ট রাতেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে এবং ২০ অগস্ট সিআইএসএফ জওয়ান মোতায়েনের নির্দেশ দেয়। কেন্দ্রের দাবি, রাজ্য সরকার তাদের কোন আপত্তি জানাননি, তাই ২২ অগস্ট থেকে সিআইএসএফের দুই কোম্পানি আরজি কর মেডিক্যাল কলেজে মোতায়েন করা হয়।

আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে পাটুলি থেকে উল্টোডাঙা পর্যন্ত ইএম বাইপাস বরাবর অভিনব মানববন্ধন

কেন্দ্র অভিযোগ করে, রাজ্য সরকার সিআইএসএফ জওয়ানদের জন্য প্রয়োজনীয় সেবা যেমন থাকা-খাওয়ার ব্যবস্থা এবং নিরাপত্তার সরঞ্জাম, যেমন মেটাল ডিটেক্টর সরবরাহে কোনও সহযোগিতা করেনি।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কেন্দ্র এই ঘটনা ‘অমার্জনীয়’ হিসেবে বর্ণনা করেছে। কেন্দ্র জানায়, ২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দেওয়া হলেও, এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের অভিযোগ, এই অসহযোগিতা শুধু আদালতের অবমাননা নয়, সাংবিধানিক নীতিরও পরিপন্থী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version