Homeখবরদেশওলা-উবেরকে টক্কর দিতে আসছে সরকারের ‘ভারত ট্যাক্সি’! দেশের প্রথম সমবায় ভিত্তিক ক্যাব...

ওলা-উবেরকে টক্কর দিতে আসছে সরকারের ‘ভারত ট্যাক্সি’! দেশের প্রথম সমবায় ভিত্তিক ক্যাব পরিষেবা

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: ওলা-উবেরের রাজত্বে এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কেন্দ্র। ভারতের প্রথম সমবায় ভিত্তিক ট্যাক্সি পরিষেবা ‘ভারত ট্যাক্সি (Bharat Taxi)’ আনুষ্ঠানিকভাবে চালু করল কেন্দ্রীয় সরকার। উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে সহযোগিতা মন্ত্রক (Ministry of Cooperation) এবং ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশন (NeGD)-এর যৌথ প্রচেষ্টায়।

এই নতুন পরিষেবার মূল লক্ষ্য, চালকদের আয়ের উপর পূর্ণ মালিকানা প্রদান এবং যাত্রীদের জন্য একটি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত স্বচ্ছ, নিরাপদ বিকল্প প্ল্যাটফর্ম তৈরি করা।

 দীর্ঘদিনের অভিযোগের পর বিকল্প সমাধান

বিগত কয়েক বছরে ওলা ও উবেরের মতো বেসরকারি ট্যাক্সি পরিষেবাগুলির বিরুদ্ধে অভিযোগের পর অভিযোগ উঠেছে —

  • গাড়ির অস্বচ্ছতা ও অপরিচ্ছন্নতা
  • অতিরিক্ত ভাড়া ও সার্জ প্রাইসিং
  • অযৌক্তিক বুকিং বাতিল
  • এবং সবচেয়ে বড় অভিযোগ, চালকদের কাছ থেকে ২৫% পর্যন্ত কমিশন কেটে নেওয়া

এই সমস্ত সমস্যার সমাধান হিসেবেই এসেছে ‘ভারত ট্যাক্সি’ প্ল্যাটফর্ম।

 কমিশন নয়, সদস্যপদ মডেলে চলবে পরিষেবা

‘ভারত ট্যাক্সি’-তে কোনও কমিশন দিতে হবে না। চালকরা কাজ করবেন সদস্যপদ ভিত্তিক মডেলে, যেখানে শুধুমাত্র নগণ্য দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ফি দিতে হবে।
ফলে, সরকারের মতে, চালকদের আয় বাড়বে এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে।

 নভেম্বরেই শুরু পাইলট প্রকল্প

  • নভেম্বর মাসে দিল্লিতে শুরু হবে পাইলট প্রকল্প, যেখানে থাকবে ৬৫০টি গাড়ি ও তাদের মালিক-চালক।
  • প্রকল্প সফল হলে ডিসেম্বরেই বড় আকারে চালু হবে পরিষেবা, এবং ধীরে ধীরে দেশের অন্যান্য বড় শহরে বিস্তৃত হবে।
  • প্রাথমিক পর্যায়ে ৫,০০০ চালক (পুরুষ ও মহিলা) যুক্ত হবেন পরিষেবার সঙ্গে।
  • আগামী এক বছরের মধ্যে পরিষেবা ছড়িয়ে পড়বে ২০টি শহরে, যেমন মুম্বই, পুনে, ভোপাল, লখনউ ও জয়পুর।

 ২০৩০ সালের লক্ষ্যমাত্রা

সরকারের পরিকল্পনা অনুযায়ী—

  • ২০২৬ সালের মার্চের মধ্যে ভারত ট্যাক্সি চালু হবে দেশের প্রধান মহানগরগুলিতে।
  • ২০৩০ সালের মধ্যে এই প্ল্যাটফর্মে যুক্ত হবে ১ লক্ষেরও বেশি চালক, যা পৌঁছে যাবে জেলা সদর ও গ্রামীণ এলাকাতেও।

 সমবায় মডেলে পরিচালিত হবে প্ল্যাটফর্ম

‘ভারত ট্যাক্সি’ কোনও বেসরকারি কর্পোরেট সংস্থা নয়, বরং এটি হবে একটি সমবায় উদ্যোগ (Cooperative Enterprise)
এর পরিচালনার দায়িত্ব থাকবে ‘সহকার ট্যাক্সি কো-অপারেটিভ লিমিটেড (Sahakar Taxi Cooperative Ltd)’-এর হাতে, যা ২০২৫ সালের জুন মাসে গঠিত হয়েছিল ₹৩০০ কোটি টাকার প্রাথমিক মূলধনে।

এই সংস্থার তত্ত্বাবধান করবে একটি গভর্নিং কাউন্সিল, যার চেয়ারম্যান জয়েন মেহতা (ব্যবস্থাপনা পরিচালক, আমুল-এর মূল সংস্থা GCMMF) এবং সহ-সভাপতি রোহিত গুপ্ত, (উপব্যবস্থাপনা পরিচালক, NCDC)।

 সরকারের বক্তব্য

এক সরকারি আধিকারিক বলেন, “ভারত ট্যাক্সি চালু হওয়ার মাধ্যমে চালকদের জন্য একটি ন্যায্য, স্বচ্ছ ও টেকসই বিকল্প তৈরি হবে। একইসঙ্গে যাত্রীরাও পাবেন নিরাপদ, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী পরিষেবা।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে গুলির ঘটনা, আতঙ্কে কেমব্রিজবাসী

ম্যাসাচুসেটস (মার্কিন যুক্তরাষ্ট্র): ম্যাসাচুসেটস রাজ্যের কেমব্রিজ শহরে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় শুক্রবার গুলি চলার...

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

আরও পড়ুন

মহারাষ্ট্রে মহিলা চিকিৎসকের রহস্যময় মৃত্যুতে কী কী অভিযোগ উঠছে?

মহারাষ্ট্রের সাতারা জেলায় সরকারি হাসপাতালের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। হাতের তালুতে লেখা নোটে দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের সাসপেনশন।

জুবিন গার্গের রহস্যময় মৃত্যুর তদন্তে বড় অগ্রগতি, সিঙ্গাপুর সফর শেষে গুরুত্বপূর্ণ নথি হাতে ফিরল অসম পুলিশের এসআইটি

অসমের প্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর তদন্তে বড় সাফল্য দাবি এসআইটি-র। সিঙ্গাপুর সফরে ময়নাতদন্তের রিপোর্ট ও গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে দল, জানালেন তদন্তপ্রধান মুন্না প্রসাদ গুপ্তা।

ভারতীয় বিজ্ঞাপনজগতের প্রাণপুরুষ পীযূষ পাণ্ডে প্রয়াত

খবর অনলাইন ডেস্ক: ভারতের বিজ্ঞাপনজগতের কিংবদন্তি স্রষ্টা, সৃজনশীলতার প্রতীক পীযূষ পাণ্ডে আর নেই। বৃহস্পতিবার...