Home খবর দেশ বিমানে ভুয়ো বোমা হুমকি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রের কড়া হুঁশিয়ারি

বিমানে ভুয়ো বোমা হুমকি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রের কড়া হুঁশিয়ারি

0

শেষ কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন এয়ারলাইন্সে একাধিক ভুয়ো বোমা হুমকি দিয়ে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে। এই প্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই ধরনের ভুল তথ্য ছড়ানো বন্ধ করতে বলেছে। এমনকি, তাদের জানিয়ে দেওয়া হয়েছে, তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী তৃতীয় পক্ষের কনটেন্টের জন্য যেসব ছাড় তারা পায়, তা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে প্রযোজ্য হবে না।

শুক্রবার কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক একটি উপদেশ জারি করে বলেছে, এই ভুয়ো বোমা হুমকি শুধুমাত্র উড়ান পরিষেবাগুলোতেই নয় বরং যাত্রী এবং নিরাপত্তা সংস্থাগুলোকেও প্রভাবিত করছে। এই ধরনের ঘটনা স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করছে এবং দেশে অর্থনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে।

মন্ত্রক আরও বলেছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার বা রি-টুইটের সুবিধার কারণে এই ধরনের ভুয়ো হুমকি দ্রুত ছড়িয়ে পড়ছে, যা জননিরাপত্তা এবং এয়ারলাইন নিরাপত্তার জন্য গুরুতর আশঙ্কা তৈরি করছে। তাদের নির্দেশ অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আইন অনুযায়ী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং যেকোনো ভুয়ো তথ্য দ্রুত মুছে ফেলতে হবে।

তথ্যপ্রযুক্তি আইন (আইটি আইন), ২০০০ এবং তথ্যপ্রযুক্তি বিধি, ২০২১ অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে জননিরাপত্তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর মিথ্যা তথ্য অপসারণের জন্য সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্দেশ অনুযায়ী, এই ধরনের অবৈধ বা মিথ্যা তথ্য পোস্ট করা এবং শেয়ার করা বন্ধ করতে বলা হয়েছে। কেন্দ্রের হুঁশিয়ারি, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো যদি এই আইন না মেনে চলে এবং অবৈধ কার্যক্রমে সহায়তা করে, তবে তাদের জন্য তৃতীয় পক্ষের দায়মুক্তির সুবিধা প্রযোজ্য হবে না।

মন্ত্রক আরও বলেছে, যদি আইনানুগ দায়িত্ব পালন না করা হয়, তাহলে এই আইনের অধীনে এবং নতুন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সংস্থাগুলির উদ্দেশে মন্ত্রক এ ধরনের পরামর্শ দিয়েছে যাতে এই ধরনের হুমকি তাদের প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তে না পারে এবং যথাসময়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

উড়ানে ভুয়ো সাম্প্রতিক কয়েকটি ঘটনা:

ইন্ডিগো ফ্লাইট, দিল্লি থেকে মুম্বই: ইন্ডিগো ফ্লাইটে ভুয়ো বোমা হুমকি আসে, যা তৎক্ষণাৎ বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের নজরে আনা হয়। পরে এটি ভুয়ো হুমকি হিসেবে চিহ্নিত হয়।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোচি থেকে দুবাই: কোচি থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটে বোমা হুমকি আসে, যা ফ্লাইটটির ডিপার্চার বিলম্বিত করে। নিরাপত্তা তল্লাশি শেষে হুমকি ভুয়ো হিসেবে প্রমাণিত হয়।

স্পাইসজেট ফ্লাইট, চেন্নাই থেকে শ্রীনগর: চেন্নাই থেকে শ্রীনগরগামী স্পাইসজেটের একটি ফ্লাইটেও ভুয়ো বোমা হুমকির খবর আসে, যা বিমানবন্দরের নিরাপত্তা বিভাগকে ব্যস্ত করে তোলে। নিরীক্ষণের পর এই হুমকিও ভুয়ো প্রমাণিত হয়।

গোএয়ার ফ্লাইট, কলকাতা থেকে পটনা: গোএয়ারের একটি ফ্লাইটে হঠাৎ বোমা হুমকির কথা জানানো হয়। তবে পরবর্তীতে জানা যায় এটি ভুয়ো ছিল।

ভিস্তারা ফ্লাইট, মুম্বই থেকে দিল্লি: ভিস্তারা ফ্লাইটে বোমা থাকার একটি ভুয়ো হুমকির খবর আসে। যাত্রীদের নিরাপত্তার জন্য এটি চেক করা হয়, এবং পরে এই হুমকি মিথ্যা প্রমাণিত হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version