সুকমা: শনিবার ছত্তীসগঢ়ের সুকমা জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর। এ দিনের সংঘর্ষে একজন সহকারী সাব-ইন্সপেক্টর-সহ তিনজন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) জওয়ান নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনায় প্রকাশ, এ দিন এলাকায় চিরুনি তল্লাশি চালায় ডিআরজি। সে সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানায়, সকাল ৯টা নাগাদ জগারগুন্ডা থানার সীমানার অধীনে জাগারগুন্ডা এবং কুন্দেডে মাওবাদীদের সঙ্গে গুলি বিনিময় হয়।
এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পরে ডিআরজি দল অনুসন্ধান অভিযান শুরু করেছিল। সে সময় অতর্কিতে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালান জওয়ানরা। এ দিনের ঘটনায় মাওবাদীদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
যে তিন জন জওয়ান শহিদ হয়েছেন, তাঁরা হলেন রামুরাম নাগ, কুঞ্জম জোগা এবং বনজাম ভীমা।
প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি বিজাপুরে বিজেপির আওয়াপল্লি মণ্ডলের সভাপতি নীলকান্ত কাকেম মাওবাদীদের হাতে নিহত হন। ১০ ফেব্রুয়ারি, নারায়ণপুর জেলার বিজেপির সহ-সভাপতি সাগর সাহুকে গুলি করে হত্যা করেছিল মাওবাদীরা। এর পর, ১১ ফেব্রুয়ারি দান্তেওয়াড়া জেলায় রামধর আলমি নামে এক প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধিকে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
আরও পড়ুন: অবসরের ইঙ্গিত সনিয়া গান্ধীর, ‘ভারত জোড়ো যাত্রা’তেই ইনিংস শেষ!