Homeখবরদেশঅগ্নিগর্ভ মণিপুরে 'চিনা-যোগ'! রাষ্ট্রপতি শাসনের দাবি উদ্ধব সেনা, কংগ্রেসের

অগ্নিগর্ভ মণিপুরে ‘চিনা-যোগ’! রাষ্ট্রপতি শাসনের দাবি উদ্ধব সেনা, কংগ্রেসের

প্রকাশিত

মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এরই মধ্যে শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং কংগ্রেসের দাবি, রাজ্যে হিংসার ঘটনার সঙ্গে চিন জড়িত। রবিবার উভয় দলের তরফে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও তোলা হয়েছে।

জাতিগত হিংসায় জর্জরিত মণিপুর। গত মে মাস থেকে শুরু হওয়া হিংসার আগুনে পুড়ে এখনও পর্যন্ত কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন উত্তরপূর্বের এই রাজ্যে। দাপট বেড়েছে সশস্ত্র জঙ্গিদের। বিরোধীদের দাবি, মণিপুরে শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

উদ্ধব সেনার দাবি

এ দিন সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত জানতে চান, চিনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের পদত্যাগ করা উচিত এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত।

কংগ্রেসের দাবি

প্রায় একই মত কংগ্রেসের। মণিপুরের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি দাবি করেছেন যে মণিপুরে যে রাইফেলগুলি ধরা হয়েছে তা ‘মেড ইন চায়না’। তিনি বলেন, “রাহুল গান্ধী সেখানে গিয়ে শান্তির আবেদন জানান। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে অপসারণ করে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত।”

মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের ব্যাখ্যা

বলে রাখা ভালো, গত শুক্রবার সারাদিন ধরেই মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফার ‘নাটক’ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। তাঁর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রীর বাসভবন এবং রাজভবনের বাইরে ‘নাটক’ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রীকে রাজভবনে ঢুকতে বাধা দেন তাঁর সমর্থকরা। সবমিলিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ আর করেননি এন বিরেন সিং। পরবর্তীতে পদত্যাগ করার পরিকল্পনা সরে আসার কারণ ব্যাখ্যা করেন এন বিরেন সিং। জানান, অত্যন্ত মর্মাহত হয়েই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পাশাপাশি মণিপুরের হিংসায় ‘বহিরাগত শক্তি’র উসকানি নিয়েও সরব হতে দেখা গিয়েছে তাঁকে।

মণিপুরের মুখ্যমন্ত্রীর কথায়, “আমি রাজ্যের কয়েকটি জায়গায় প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়ানো দেখেছি, বিজেপি অফিসে হামলার চেষ্টাও দেখেছি। মণিপুরের জন্য কেন্দ্র কী করেছে এবং আমরা ৫-৬ বছরে মণিপুরের জন্য কী করেছি, সেসব নিয়ে আমার মনে সন্দেহ জন্মেছিল। তা হলে কি আমরা (বিজেপি) মানুষের আস্থা হারিয়ে ফেলেছি? এটা ভাবলে আমার খারাপ লাগে…কিছুদিন আগে একটি বাজারে একদল মানুষ আমার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছিল। ভালো লাগছে না…তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছিলাম।”

একই সঙ্গে তাঁর সংযোজন, “এরই মধ্যে আমার বাড়ির সামনে বিশাল সংখ্যক মানুষের জমায়েত দেখে অবাক হয়েছিলাম। আমি ধরে নিয়েছিলাম সবাই হয়তো আমাকে ত্যাগ করেছে। কিন্তু বাড়ির বাইরে অসংখ্য মানুষের ভিড় দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। বুঝলাম মানুষ আমাকে কতটা ভালবাসে। তখনই নিজের সিদ্ধান্ত বদলে ফেললাম”।

আরও পড়ুন: তিস্তা শেতালওয়াড়ের ‘সুপ্রিম’ স্বস্তি, হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।