Homeখবরদেশরাজনৈতিক তহবিলের উৎস জানার অধিকার নেই নাগরিকদের, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

রাজনৈতিক তহবিলের উৎস জানার অধিকার নেই নাগরিকদের, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

প্রকাশিত

নয়াদিল্লি: রাজনৈতিক দলগুলিতে আর্থিক স্বচ্ছতা আনার অংশ হিসেবে নগদ অনুদানের বিপরীতে নির্বাচনী বন্ড (electoral bond) চালু করেছে কেন্দ্রীয় সরকার। যে কারণে দলগুলির রাজনৈতিক তহবিলের জন্য নির্বাচনী বন্ড প্রকল্প পরিষ্কার অর্থে অবদান রাখে বলে ধরে নেওয়া যায়। ফলে সংবিধানের ১৯(১)(এ) অনুচ্ছেদের অধীনে সেই তহবিল সংক্রান্ত তথ্য পাওয়ার অধিকার নেই সাধারণ নাগরিকদের। সুপ্রিম কোর্টে এমনটাই বললেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি।

শীর্ষ আদালতে দায়ের করা একটি হলফনামায়, ভেঙ্কটরমানি বলেছেন যুক্তিসঙ্গত বিধিনিষেধের আওতায় না পড়ে “কিছু এবং সবকিছু” জানা কোনো সাধারণ অধিকার হতে পারে না।

রাজনৈতিক তহবিলের বিযয়ে তাঁর ব্যাখ্যা, “বিশ্লেষিত স্কিমটি অবদানকারীকে গোপনীয়তার সুবিধা দিয়ে থাকে। এটা স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে উৎসাহিত করে। পাশাপাশি, এতে কর সংক্রান্ত বাধ্যবাধকতাগুলি মেনে চলা নিশ্চিত করে। এভাবে, এটি বর্তমানে চলতি কোনো অধিকারের ক্ষতি করে না”।

সর্বোচ্চ আদালতের আইনি আধিকারিক বলেছেন যে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা আরও ভালো বা ভিন্ন পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে রাষ্ট্রের নীতিগুলি স্ক্যান করার বিষয়ে নয়। তাঁর কথায়, “একটি সাংবিধানিক আদালত রাষ্ট্রীয় পদক্ষেপের পর্যালোচনা করে শুধুমাত্র তখনই, যদি তা বিদ্যমান অধিকারের উপর প্রভাব ফেলে।”

উল্লেখ্য, দলগুলির রাজনৈতিক তহবিলের জন্য নির্বাচনী বন্ড প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতের একটি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আগামীকাল (৩১ অক্টোবর) থেকে তেমনই একটি আবেদনের শুনানি শুরু করার কথা রয়েছে।

নির্বাচনী বন্ড কী?

নির্বাচনী বন্ডের প্রথম ব্যাচের বিক্রি শুরু হয়েছিল ২০১৮ সালের মার্চ মাসে। শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা এসবিআই (SBI) এই বন্ড বিক্রির জন্য অনুমোদিত। কোনো নাগরিক অথবা প্রতিষ্ঠান এই বন্ড কিনতে পারেন। কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে, তিনি বন্ড কিনে দলের হাতে তুলে দেন। রাজনৈতিক দলগুলিকে নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে হয়।

নির্বাচন কমিশনে স্বীকৃত যে সমস্ত রাজনৈতিক দল আগের লোকসভা বা বিধানসভা ভোটে অন্ততপক্ষে ১ শতাংশ ভোট পেয়েছে, তারা এই নির্বাচনী বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহ করতে যোগ্য।

আরও পড়ুন: আফগান ক্রিকেটার রশিদ খানকে পুরস্কৃত করার জল্পনায় জল ঢাললেন রতন টাটা

সাম্প্রতিকতম

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

আরও পড়ুন

দুধের দামে কাটছাঁট, জানুন কোন আমুল দুধের দাম কত হল

নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল জনপ্রিয় দুগ্ধ সংস্থা আমূল।...

মহারাষ্ট্রের ভান্ডারার অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮

মহারাষ্ট্রের ভান্ডারার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ৮ জনের মৃত্যু এবং ৭ জন...

জলগাঁও দুর্ঘটনা: ট্রেনে আগুনের গুজব ছড়ানোর নেপথ্যে চা বিক্রেতা ও দুই যাত্রী

মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু। একটি গুজব থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। চা বিক্রেতা ও দুই যাত্রীর ভূমিকা উঠে এলো।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে