নয়াদিল্লি: হাইকোর্ট গ্রেফতারে স্থগিতাদেশ দিতে অস্বীকার করার পরে, বৃহস্পতিবার রাতে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। এ দিন দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছোন ইডি আধিকারিকরা। প্রায় ২ ঘণ্টার তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা।
শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালকে আদালতে পেশ করবে ইডি। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।
বৃহস্পতিবার তাঁর বাড়িতে চলছিল ইডির তল্লাশি। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। মুখ্যমন্ত্রীকে গ্রেফাতারের পর বাড়ির বাইরে বিপুল সংখ্যায় ভিড় জমিয়েছেন আপ সমর্থকরা। ইডি ও দিল্লি পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা। প্রতিবাদীদের বেশ কয়েকজনকে আটক করে দিল্লি পুলিশ।
মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে জারি করা হয়েছে ১১৪ ধারা। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরিওয়ালই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমরা খবর পেয়েছি ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। আমরা সবসময় বলেছি, জেল থেকেই সরকার চালাবেন যে অরবিন্দ কেজরিওয়াল। তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদেই থাকবেন।”
দিল্লির মুখ্যমন্ত্রী যে গ্রেফতার হতে পারেন, সেই রকম একটি ইঙ্গিত এদিন সন্ধে থেকেই ছিল। দিল্লি হাইকোর্ট তাঁকে আগাম জামিন দিতে রাজি হয়নি। উল্লেখযোগ্য ভাবে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পর গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী।