Homeখবরদেশ২ জুন আত্মসমর্পণ করতে চান না অরবিন্দ কেজরিওয়াল, ফের দ্বারস্থ সুপ্রিম কোর্টের

২ জুন আত্মসমর্পণ করতে চান না অরবিন্দ কেজরিওয়াল, ফের দ্বারস্থ সুপ্রিম কোর্টের

প্রকাশিত

নয়াদিল্লি: ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি নীতি মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর দাবি জানিয়ে আদালতে আবেদন করেছেন কেজরিওয়াল। এই মামলায়, নির্বাচনী প্রচারের জন্য কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

দিল্লির শাসক দল আপ সূত্রে জানা গিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল গুরুতর কোনও অসুখে ভুগছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁর একাধিক উপসর্গ রয়েছে। যেগুলি অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। ফলে অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়ে তাঁর পক্ষ থেকে দেশের শীর্ষ আদালতে একটি আবেদন করা হয়েছে।

কেজরিওয়াল নিজের পিটিশনে দাবি করেছেন যে গ্রেফতারের পর তাঁর ওজন কমে গিয়েছে ৭ কেজি। শুধু তাই নয়, তাঁর কিটোনের মাত্রাও বেড়েছে। এমন পরিস্থিতিতে, এই লক্ষণগুলি গুরুতর হতে পারে। ম্যাক্সের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেছেন। এখন পিইটি-সিটি স্ক্যান এবং অনেক পরীক্ষা করা দরকার। এমন পরিস্থিতিতে এই সব পরীক্ষা করতে ৭ দিন সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

গত ২১ মার্চ তথাকথিত দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে অর্থ পাচারের অভিযোগে ইডি গ্রেফতার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। এরপর তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। নিজের গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন তিনি। সম্প্রতি, লোকসভা নির্বাচনে প্রচারের জন্য ১০ মে থেকে ১ জুন পর্যন্ত কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

কেজরিওয়াল ছাড়াও দিল্লি আবগারি নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকেও গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। তিনি এখনও জেলে। এই মামলায় আপ রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকেও গ্রেফতার করা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, কেজরিওয়াল একজন টাইপ -২ ডায়াবেটিস রোগী। তাঁর সুগারের মাত্রা ৩২০-তে পৌঁছে যাওয়া সত্ত্বেও তিহাড় জেলে তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছিল না বলে এর আগে অভিযোগ তুলেছিল আপ। যদিও তিহাড় কর্তৃপক্ষ দাবি করেছিলেন, কেজরিওয়াল না কি আম খেয়ে ইচ্ছাকৃতবাবে সুগার লেভেল বাড়ানোর চেষ্টা করছেন। এই নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত তাঁকে তিহাড়ে ইনসুলিন দেওয়া হয়। 

আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসাবে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার কলকাতার অনসূয়ার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...