Homeখবরদেশজম্মু-কাশ্মীরে একজোট হয়ে লড়বে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস, ঘোষণা ফারুক আবদুল্লার

জম্মু-কাশ্মীরে একজোট হয়ে লড়বে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস, ঘোষণা ফারুক আবদুল্লার

প্রকাশিত

শ্রীনগর: কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট চূড়ান্ত হল। কেন্দ্রশাসিত অঞ্চলের ৯০টি আসনে তারা একযোগে লড়বে। এ কথা ঘোষণা করেছেন ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ফারুক আবদুল্লা। জম্মু-কাশ্মীরের মর্যাদা রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে নামিয়ে আনার পর এই প্রথম সেখানে বিধানসভার নির্বাচন হচ্ছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এবং লোকসভায় বিরোধীদলের নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার শ্রীনগরের গুপকারে ফারুক আবদুল্লার বাড়িতে যান। সেখানে ফারুক ও তাঁর পুত্র ওমরের সঙ্গে তাঁদের ঘণ্টাখানেক কথাবার্তা হয়। ওই আলোচনার পরেই ফারুক আবদুল্লা ৯০টি আসনে একসঙ্গে লড়ার কথা ঘোষণা করেন।

কী বললেন ফারুক আবদুল্লা

উপস্থিত সাংবাদিকদের ন্যাশনাল কনফারেন্স সভাপতি বলেন, “হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের মধ্যে কার্যকর বৈঠক হয়েছে। জোট হচ্ছে, এটা নিশ্চিত। এবং ঈশ্বর চাইলে সব কিছু মসৃণভাবে চলবে। পুরো ৯০টা আসন ধরে আমরা চুক্তিপত্রে সই করব।”

জোটে জম্মু-কাশ্মীরের জনপ্রিয় সিপিএম নেতা এম ওয়াই তারিগামিও থাকবেন, সে কথা পরিষ্কার জানিয়ে দেন ফারুক আবদুল্লা। তাঁর আশা, এই জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। তিনি বলেন, “আমি আশা করি আমাদের জনগণ আমাদের সঙ্গেই আছেন এবং আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব।   

আগামী মাসের ১৮ তারিখে শুরু হচ্ছে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট গ্রহণ করা হবে – ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফল প্রকাশিত হবে ৪ অক্টোবর।

কী বললেন রাহুল

এর আগে জম্মুতে দলীয় কর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “জোট হচ্ছে এবং আমার আশা যেভাবেই জোট হোক না কেন, আমাদের দলীয় সৈনিকরা, কর্মীরা, কমান্ডাররা যথাযথ মর্যাদা পাবেন।”

রাহুল শ্রীনগরে বলেন, “স্বাধীনতার পর এই প্রথম কোনো রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে নামিয়ে আনা হয়েছে। এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। বরাবরই কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যের স্তরে উন্নীত হয়েছে। এবারই প্রথম একটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল। একটা কথা আমরা আমাদের জাতীয় ইস্তাহারে স্পষ্ট করে বলেছি। জম্মু-কাশ্মীর এবং লাদাকের জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।”

কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লক জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে যে প্রতিজ্ঞাবদ্ধ, সাংবাদিকরা সে কথা ফারুক আবদুল্লাকে স্মরণ করিয়ে দিতেই ফারুক বলেন, তাঁর দৃঢ় আশা সমস্ত আনুষঙ্গিক ক্ষমতা দিয়ে জম্মু-কাশ্মীরকে তার রাজ্য-মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

সমস্যা পির পাঞ্জাল অঞ্চলের আসন নিয়ে

কেন্দ্রশাসিত অঞ্চলের ৯০টা আসন নিয়ে পুরো সমঝোতা এখনও কিছুটা বাকি আছে বলে জানা যাচ্ছে। ন্যাশনাল কনফারেন্সের এক সিনিয়র নেতা জানান, ৭৫ শতাংশ আসন নিয়ে কোনো সমস্যা নেই। বাকি আসনেও সমঝোতা করে নিতে দুটি দলই বদ্ধপরিকর।

কংগ্রেস জানে কাশ্মীর উপত্যকা ন্যাশনাল কনফারেন্সের শক্তিশালী ঘাঁটি, আবার এনসি জানে জম্মু অঞ্চলে কংগ্রেসের দাপট। তাই এই দুটি এলাকা নিয়ে বড়ো কোনো সমস্যা নেই। তবে ওই এলাকার মধ্যে যে পির পাঞ্জাল অঞ্চল আছে, সে দিকেই নজর দুই দলের। তবে দুটি দলেরই নেতৃবৃন্দের আশা, এই বিরোধ মিটে যাবে।  

আরও পড়ুন  

জ্বর-সর্দিতে ব্যবহৃত ১৫৬টি ককটেল ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

আরও পড়ুন

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...