Homeখবরদেশজম্মু-কাশ্মীরে একজোট হয়ে লড়বে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস, ঘোষণা ফারুক আবদুল্লার

জম্মু-কাশ্মীরে একজোট হয়ে লড়বে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস, ঘোষণা ফারুক আবদুল্লার

প্রকাশিত

শ্রীনগর: কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের আসন্ন বিধানসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট চূড়ান্ত হল। কেন্দ্রশাসিত অঞ্চলের ৯০টি আসনে তারা একযোগে লড়বে। এ কথা ঘোষণা করেছেন ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ফারুক আবদুল্লা। জম্মু-কাশ্মীরের মর্যাদা রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে নামিয়ে আনার পর এই প্রথম সেখানে বিধানসভার নির্বাচন হচ্ছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এবং লোকসভায় বিরোধীদলের নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার শ্রীনগরের গুপকারে ফারুক আবদুল্লার বাড়িতে যান। সেখানে ফারুক ও তাঁর পুত্র ওমরের সঙ্গে তাঁদের ঘণ্টাখানেক কথাবার্তা হয়। ওই আলোচনার পরেই ফারুক আবদুল্লা ৯০টি আসনে একসঙ্গে লড়ার কথা ঘোষণা করেন।

কী বললেন ফারুক আবদুল্লা

উপস্থিত সাংবাদিকদের ন্যাশনাল কনফারেন্স সভাপতি বলেন, “হৃদ্যতাপূর্ণ পরিবেশে আমাদের মধ্যে কার্যকর বৈঠক হয়েছে। জোট হচ্ছে, এটা নিশ্চিত। এবং ঈশ্বর চাইলে সব কিছু মসৃণভাবে চলবে। পুরো ৯০টা আসন ধরে আমরা চুক্তিপত্রে সই করব।”

জোটে জম্মু-কাশ্মীরের জনপ্রিয় সিপিএম নেতা এম ওয়াই তারিগামিও থাকবেন, সে কথা পরিষ্কার জানিয়ে দেন ফারুক আবদুল্লা। তাঁর আশা, এই জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। তিনি বলেন, “আমি আশা করি আমাদের জনগণ আমাদের সঙ্গেই আছেন এবং আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব।   

আগামী মাসের ১৮ তারিখে শুরু হচ্ছে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট গ্রহণ করা হবে – ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফল প্রকাশিত হবে ৪ অক্টোবর।

কী বললেন রাহুল

এর আগে জম্মুতে দলীয় কর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “জোট হচ্ছে এবং আমার আশা যেভাবেই জোট হোক না কেন, আমাদের দলীয় সৈনিকরা, কর্মীরা, কমান্ডাররা যথাযথ মর্যাদা পাবেন।”

রাহুল শ্রীনগরে বলেন, “স্বাধীনতার পর এই প্রথম কোনো রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে নামিয়ে আনা হয়েছে। এরকম ঘটনা আগে কখনও ঘটেনি। বরাবরই কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যের স্তরে উন্নীত হয়েছে। এবারই প্রথম একটা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল। একটা কথা আমরা আমাদের জাতীয় ইস্তাহারে স্পষ্ট করে বলেছি। জম্মু-কাশ্মীর এবং লাদাকের জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।”

কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লক জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে যে প্রতিজ্ঞাবদ্ধ, সাংবাদিকরা সে কথা ফারুক আবদুল্লাকে স্মরণ করিয়ে দিতেই ফারুক বলেন, তাঁর দৃঢ় আশা সমস্ত আনুষঙ্গিক ক্ষমতা দিয়ে জম্মু-কাশ্মীরকে তার রাজ্য-মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

সমস্যা পির পাঞ্জাল অঞ্চলের আসন নিয়ে

কেন্দ্রশাসিত অঞ্চলের ৯০টা আসন নিয়ে পুরো সমঝোতা এখনও কিছুটা বাকি আছে বলে জানা যাচ্ছে। ন্যাশনাল কনফারেন্সের এক সিনিয়র নেতা জানান, ৭৫ শতাংশ আসন নিয়ে কোনো সমস্যা নেই। বাকি আসনেও সমঝোতা করে নিতে দুটি দলই বদ্ধপরিকর।

কংগ্রেস জানে কাশ্মীর উপত্যকা ন্যাশনাল কনফারেন্সের শক্তিশালী ঘাঁটি, আবার এনসি জানে জম্মু অঞ্চলে কংগ্রেসের দাপট। তাই এই দুটি এলাকা নিয়ে বড়ো কোনো সমস্যা নেই। তবে ওই এলাকার মধ্যে যে পির পাঞ্জাল অঞ্চল আছে, সে দিকেই নজর দুই দলের। তবে দুটি দলেরই নেতৃবৃন্দের আশা, এই বিরোধ মিটে যাবে।  

আরও পড়ুন  

জ্বর-সর্দিতে ব্যবহৃত ১৫৬টি ককটেল ওষুধ নিষিদ্ধ করল কেন্দ্র

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।