Home খবর দেশ বিধানসভা নির্বাচন ২০২৩: ৩ রাজ্যে প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস

বিধানসভা নির্বাচন ২০২৩: ৩ রাজ্যে প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস

0

নয়াদিল্লি: চলতি বছরের শেষ ভাগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এটাকেই সেমি-ফাইনাল হিসেবে দেখছেন অনেকে। রবিবার তিন রাজ্যে বিধানসভা ভোটের প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস।

১৭ নভেম্বর থেকে বিধানসভা ভোট শুরু মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গনা, মিজোরাম এবং ছত্তীসগঢ়ে। সেদিকে লক্ষ্য রেখেই আপাতত মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং তেলঙ্গনার জন্য প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস।

ছত্তীসগঢ়

ছত্তীসগঢ়ে ভোট হবে দু’দফায়। প্রথমটি ৭ নভেম্বর মিজোরামের সঙ্গে, দ্বিতীয়টি ১৭ নভেম্বর মধ্যপ্রদেশের সঙ্গে। ৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভায় আগের কংগ্রেস পেয়েছিল ৬৮ এবং বিজেপি পেয়েছিল ১৫টি আসন। রবিবার ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল কংগ্রেসের তরফে। পাটণ থেকে লড়বেন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এবং অম্বিকাপুর থেকে প্রার্থী হচ্ছেন উপমুখ্যমন্ত্রী টিএস সিংদেও।

তেলঙ্গনা

আগামী ৩০ নভেম্বর ভোটগ্রহণ তেলঙ্গনায়। ১১৯টি আসন রয়েছে তেলঙ্গনা বিধানসভায়। মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর ভারত রাষ্ট্র সমিতি ২০১৮ সালের ভোটে পেয়েছিল ৮৮টি আসন। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছিল ১৮টি। রবিবার ৫৫টি আসনের জন্য প্রার্থীর নাম প্রকাশ করল কংগ্রেস। তেলঙ্গনা প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডি লড়ছেন কোদাঙ্গল কেন্দ্র থেকে।

মধ্যপ্রদেশ

রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভোটগ্রহণ হবে এক দফায়। মধ্যপ্রদেশে ভোটগ্রহণ ১৭ নভেম্বর। ২৩০ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপি এবং কংগ্রেস পেয়েছিল যথাক্রমে ১০৯ এবং ১১৪টি আসন। দু’দলই ৪১ শতাংশ করে ভোট পেয়েছিল। কংগ্রেস কমল নাথের নেতৃত্বে সরকার গঠন করলেও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপিতে যোগদানে সেই সরকারের পতন হয়। এ বারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত। এ দিন ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এর মধ্যে ছিন্দওয়াড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।

আরও পড়ুন: বদলে গেল রাজস্থান বিধানসভা ভোটের দিনক্ষণ, কী কারণে পরিবর্তন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version