বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট নিয়ে লোকসভায় স্বাধিকার ভঙ্গের অভিযোগে নোটিস দিল কংগ্রেস। মঙ্গলবার লোকসভায় অনুরাগ ঠাকুর বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জাত তুলে মন্তব্য করে বিতর্কে জড়ান। পরদিন, পঞ্জাবের জলন্ধরের কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেন।
চন্নী নোটিসে লিখেছেন, “মঙ্গলবার স্পিকারের নির্দেশে সাংসদ অনুরাগ ঠাকুরের বক্তৃতার কিছু অংশ সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদী অনুরাগের অসম্পাদিত বক্তৃতার পুরো ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন।” চন্নীর অভিযোগ, প্রধানমন্ত্রীর এই পোস্ট স্পষ্টতই স্বাধিকার ভঙ্গের ঘটনা।
বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর মঙ্গলবার রাহুলের নাম না করে তাঁর জাতগণনার দাবি প্রসঙ্গে বলেছিলেন, “যার জাতের ঠিক নেই, সে এখন গণনার কথা বলছে।” অনুরাগের এই মন্তব্যের পর বিরোধী শিবির প্রতিবাদ জানায়। রাহুল গান্ধী বলেন, “এ দেশে বঞ্চিত, গরিবের জন্য যে মুখ খুলেছে, তাকে গালিগালাজ শুনতে হয়েছে। আপনারা আমায় যত অপমান করুন, আমি ক্ষমা চাইতে বলব না। কিন্তু এই সংসদে জাতগণনা পাশ করিয়ে ছাড়ব।”
প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের মার্চে বাজেট অধিবেশনের প্রথমার্ধে রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, “আমি বুঝতে পারি না নেহরুর পরিবারের উত্তরপুরুষেরা কেন তাঁর পদবি ব্যবহার করেন না?” এর পরেই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিল কংগ্রেস।