যাত্রীদের বিমানসফর যাতে ঝক্কিঝামেলাহীন নির্ঝঞ্ঝাট হয় তার জন্য চেষ্টার কোনো রকম কসুর করছে না ভারতীয় অসামরিক বিমান পরিবহণ সংস্থা ভিস্তারা।
মাঝ-আকাশে চলন্ত বিমানে নেটওয়ার্ক কানেকশন পাওয়া যায় না। তাই মোবাইল বা ল্যাপটপ বা ট্যাবের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজকর্ম করা যায় না। কথা বলা বা যোগাযোগ করাও অসম্ভব হয়ে পড়ে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে তাই ভিস্তারা এবার থেকে আন্তর্জাতিক উড়ানে ২০ মিনিটের কমপ্লিমেন্টারি ওয়াইফাই পরিষেবা দেবে।
ভিস্তারার বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ও এয়ারবাস এ৩২১নিও বিমানে সব কেবিনে এই বিশেষ সুবিধা মিলবে। ভিস্তারাই হবে প্রথম ভারতীয় বিমান সংস্থা যারা বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেবে।
২০ মিনিটের বেশি নেট পরিষেবা চাইলে যাত্রীদের ভারতীয় ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ওয়াইফাই প্ল্যান কিনতে হবে। ইমেইল মারফত ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। চলন্ত বিমানে ওয়াইফাই পরিষেবা দিতে ভিস্তারার সঙ্গে চুক্তি হয়েছে প্যানাসনিক এভিওনিক্সের।
আরও পড়ুন
রাতের আকাশে ইউএফও! অদৃশ্য হয়ে যাওয়া রহস্যময় বস্তু ধরা পড়ল ভিডিয়োয়