অমদাবাদ: ‘মোদী’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাহুল গান্ধীর দোষী সাব্যস্ত হওয়া এবং দু’বছরের জেলের সাজাই বহাল রাখল গুজরাত হাইকোর্ট।
গত ২৩ মার্চ গুজরাতের সুরত ম্যাজিস্ট্রেট আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে সুরতের অতিরিক্ত দায়রা আদালতে আবেদন করেছিলেন রাহুল গান্ধী। ৩ এপ্রিল দায়রা আদালত তাঁর সাজা বহাল রেখেছিল। সেই সাজার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন রাহুল। শুক্রবার সেটাই বহাল রইল হাইকোর্টেও।
এ দিন হাইকোর্ট বলেছে, রাহুলের দোষী সাব্যস্ত হওয়া “ন্যায্য, যথাযথ এবং আইনগত”। বিচারপতি হেমন্ত প্রচ্ছক বলেন, ‘‘নিম্ন আদালত রাহুল গান্ধীর সাজার যে রায় দিয়েছে, তা সঠিক। তাই স্থগিতাদেশ চেয়ে তাঁর আবেদনটি খারিজ করা হল।’’ এর ফলে আপাতত কেরলের ওয়েনাড়ের সাংসদ পদ ফিরে পাচ্ছেন না রাহুল।
বিচারপতি আরও বলেন, “তাঁর (রাহুলের) বিরুদ্ধে অন্তত ১০টি ফৌজদারি মামলার বিচার চলছে। বর্তমান মামলাটির পরেও, তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। বীর সাভারকরের নাতিও এ রকম একটি মামলা দায়ের করেছেন”। জানা গিয়েছে, হাইকোর্টের এই নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন রাহুল।
এ দিকে, আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। ফলে আসন্ন বাদল অধিবেশনে সাংসদ পদ খোয়ানো রাহুলের আর সংসদে ফিরে আসার সম্ভাবনা নেই। এর পর সুপ্রিম কোর্টও যদি তাঁর অনুরোধ প্রত্যাখ্যান করে, তা হলে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না রাহুল গান্ধী।
আরও পড়ুন: হাঁটুতে ‘সার্জিক্যাল প্রসিডিওর’, কেমন আছেন মুখ্যমন্ত্রী?