Homeখবরদেশহরিয়ানায় বামপন্থী জাগরণ! ওম প্রকাশে স্বপ্ন দেখছে সিপিআইএম

হরিয়ানায় বামপন্থী জাগরণ! ওম প্রকাশে স্বপ্ন দেখছে সিপিআইএম

প্রকাশিত

খবর অনলাইনডেস্ক: ১৯৮৭ সালে শেষবার হরিয়ানায় একটি আসন জিতেছিল সিপিআইএম। ৩৭ বছর পর আবার সে রাজ্যে খাতা খোলার স্বপ্ন দেখতে শুরু করেছে তারা। রাজ্যের ভিওয়ানি কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে প্রার্থী দিয়েছে সিপিআইএম। প্রার্থী ওম প্রকাশের সমর্থনে সভা করেছেন কংগ্রেস নেতা রাজ বাব্বর।

পড়শি রাজস্থানে সিপিআইএমের উপস্থিতি থাকলেও হরিয়ানায় ৩৭ বছর আগে শেষবার একটি আসন জিতেছিল সিপিআইএম। ১৯৮৭ সালে লোকদলের সঙ্গে জোট করে তোহানা আসনটি জিতেছিল তারা। এরপর থেকে বিজেপি, কংগ্রেস এবং লোকদলের ত্রিমুখী লড়াইয়ের কারণে ক্রমশ পেছনের সারিতে চলে যায় সিপিআইএম। তবে সিপিআইএমের ভিওয়ানি জেলা সম্পাদক তথা রাজ্য কমিটির সদস্য ওম প্রকাশের আশা এবার কংগ্রেসের সমর্থনে জয়লাভ করতে পারবেন তিনি।

উল্লেখ্য, রাজনীতিতে অনেক পরেই যুক্ত হয়েছেন ওম প্রকাশ। ২০১৪ সাল পর্যন্ত চণ্ডীগড়ের একটি ব্যাঙ্কে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু সামাজিক ন্যায়বিচারের জন্য আন্দোলনে থাকার কারণে ওই বছরই চাকরি থেকে অবসর নিয়ে নেন তিনি। এরপর জনসংঘর্ষ সমিতির সদস্য হয়ে অনেক সফল আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। ২০২০-২১ সালে কৃষক আন্দোলনেও একদম সামনের সারিতে ছিলেন ওম প্রকাশ। এর ফলে গ্রামীণ অঞ্চলের মানুষের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

হরিয়ানায় যেহেতু সিপিআইএমের অস্তিত্ব সেভাবে নেই, তাই ওম প্রকাশের এবার কাজ হচ্ছে ভোটারদের দলের প্রতীক কাস্তে হাতুড়ি তারার সঙ্গে পরিচয় করানোর। বিভিন্ন ভোট প্রচারে গিয়ে ভোটারদের তিনি বলছেন, এবার তাঁরা ইভিএমে কংগ্রেসের হাত চিহ্ন দেখতে পাবেন না। তার বদলে কাস্তে হাতুড়ি তারা চিহ্নটি দেখতে পাবেন।

ওম প্রকাশের বিরুদ্ধে রয়েছেন বিজেপির তিনবারের বিধায়ক ঘনশ্যাম সরফ। তবে মনে করা হচ্ছে যে ওম প্রকাশের পক্ষেই হাওয়া রয়েছে কিছুটা। এই কেন্দ্রটি যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ভিওয়ানি-মহেন্দ্রগড় কেন্দ্রে ২০১৯ সালে বিজেপি সাড়ে পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে জিতেছিল। সেই অঙ্কটাই এবার কমে আসে চল্লিশ হাজারে। এর থেকেই মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনে ফলাফল অন্যরকম হবে।

সিপিআইএম কর্মী-সমর্থকরা বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধিতার হাওয়ার ওপরে ভরসা করলেও ওম প্রকাশ একদম স্থানীয় ইস্যুর ওপরে নজর দিচ্ছেন, যেমন আইনের শাসন, দুর্নীতি এবং নাগরিক সুযোগসুবিধা। ইতিমধ্যেই কৃষক এবং শ্রমিকশ্রেণির কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার দেখার গোটা ভিওয়ানির মানুষ তাঁকে কতটা গ্রহণ করে।

৩৭ বছর পর কি হরিয়ানায় খাতা খুলতে পারবে সিপিআইএম? ৮ তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে দলকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।