Homeখবরদেশমঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে...

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

প্রকাশিত

প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’-র দাপটে নড়ে উঠেছে বঙ্গোপসাগর উপকূল। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ অর্থাৎ ২৮ অক্টোবর বিকেল বা সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ফলে প্রবল ঘূর্ণিঝড় হিসেবেই উপকূল অতিক্রম করবে মোন্থা।

ল্যান্ডফলের পরে ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিমে এগিয়ে দক্ষিণ ওড়িশা–ছত্তীসগঢ় সীমান্তে, তারপর ঝাড়খণ্ড হয়ে নেপাল–উত্তরবঙ্গ ও উত্তরপূর্ব ভারতের দিকে এগোবে বলে পূর্বাভাস। স্থলভাগে প্রবেশের পর থেকেই মোন্থার শক্তিক্ষয় শুরু হবে, এবং ধীরে ধীরে তা গভীর নিম্নচাপ → সুস্পষ্ট নিম্নচাপ → সাধারণ নিম্নচাপ → ঘূর্ণাবর্ত-এ পরিণত হবে।

সবচেয়ে বেশি প্রভাবিত অঞ্চল
ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে তীব্র হবে উত্তর অন্ধ্রপ্রদেশ, উত্তর তেলেঙ্গানা, দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ ছত্তীসগঢ়ে। এই অঞ্চলগুলিতে ২৮ ও ২৯ অক্টোবরের মধ্যে চরম অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণ ওড়িশার কোরাপুট সংলগ্ন পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

পশ্চিমবঙ্গে প্রভাব (৩ ভাগে বিভক্ত)

১️. কলকাতা, উপকূল ও পার্শ্ববর্তী এলাকা:
২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ অল্পস্বল্প বৃষ্টি হলেও ২৯ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মাঝারি বৃষ্টি ও কিছু এলাকায় স্বল্প সময়ের ভারী বৃষ্টির সম্ভাবনা।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আউটার ব্যান্ডের মেঘ উপকূলীয় পশ্চিমবঙ্গের আকাশে প্রবেশ করেছে।

২️. পশ্চিম ও মধ্যবঙ্গের জেলা:
২৯ ও ৩০ অক্টোবর এই অঞ্চলে বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দুর্যোগ বা বিপর্যয়ের আশঙ্কা নেই।

৩️. উত্তরবঙ্গ:
৩০ ও ৩১ অক্টোবর দফায় দফায় ভারী বৃষ্টি, এবং ৩১ অক্টোবর কিছু জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। সিকিমের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।
৩১ অক্টোবর ও ১ নভেম্বর অসমেও ভারী বৃষ্টির পূর্বাভাস।

 এই পূর্বাভাস বর্তমান পর্যবেক্ষণের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, যা পরিবর্তনশীল। মোন্থার গতিপথ ও শক্তির ওপর পরবর্তী আপডেট নির্ভর করবে। আবহাওয়া দফতর নাগরিকদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার এবং উপকূলীয় এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।