ধারের টাকা শোধ করতে না পারায় এক দলিত যুবককে আটকে রেখে মারধর। অপমানে আত্মঘাতী ২৬ বছরের দলিত যুবক।
মৃত যুবকের নাম কমল কান্ত। তিনি দুইভাইয়ের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা ধার নেন। কিন্তু সেই টাকা শোধ করতে পারছিলেন না। যে কারণে ওই দুইভাই তাঁকে আটকে রেখে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এরপর নিজের জীবনই শেষ করে দেন ওই যুবক। বুধবার মারধরের ভিডিও প্রকাশ্যে আসার পর ওই যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। পুলিশ পলাতক দুজনের বিরুদ্ধে মামলা করেছে। ঘটনাটি ফিরোজাবাদের দক্ষিণী মহল্লা এলাকার।
জানা যায়, গুরুতর নির্যাতনের শিকার হয়েছিলেন কমল নামের ওই যুবক। যার ফলে তিনি ৬ জুলাই আত্মহত্যা করেছিলেন। পাঁচ বছর আগে নিজের বাবাকে হারিয়েছিলেন কমল। মা কৃষ্ণাদেবীর সঙ্গে থাকতেন তিনি। অভিযুক্তদের একজন, প্রমোদ সিংয়ের কাছে লোডিং গাড়ি চালাতেন।
কৃষ্ণাদেবী বলেন, “প্রমোদ আমার ছেলের কাছে ৬০ হাজার টাকা দাবি করছিল, কিন্তু কমল দাবি করেছিল যে তার কাছে মাত্র সাড়ে চার হাজার টাকা পাওনা আছে। হাতে টাকা না থাকায় সে ধার শোধ করতে পারছিল না। তাই প্রমোদ ও তার ভাই মনীশ তাকে হয়রানি করতে শুরু করে। ওরা দুজনে প্রায়ই আমাদের বাড়িতে এসে আমার ছেলেকে হুমকি দিত।”
পুলিশ সূত্রে খবর, গত ৬ জুলাই প্রমোদ নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় কামালকে। তাঁকে সেখানে হাত – পা বেঁধে রাতভর মারধর করে। পরের দিন, ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিলে তাঁকে ছেড়ে দেয়। ভিডিওতে, কমলকে অনুনয় করতে শোনা যায়, “আমি আপনাকে ফেরত দেওয়ার জন্য টাকা ধার করব” । কমলের মাথায় লাথি মেরে, গালাগালি করা হয়। অত্যাচারে শারীরিক ও মানসিক ভাবে আহত হয়ে কমল রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুন: বিশ্বের আত্মহত্যার রাজধানী হয়ে উঠেছে ভারত, এনসিআরবির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য