Homeখবরদেশলেক ফেটে বাঁধ ভাঙল তিস্তায়, ভয়ংকর দুর্যোগ সিকিমে, ২৩ সেনা জওয়ান নিখোঁজ,...

লেক ফেটে বাঁধ ভাঙল তিস্তায়, ভয়ংকর দুর্যোগ সিকিমে, ২৩ সেনা জওয়ান নিখোঁজ, বন্যার আশঙ্কা উত্তরবঙ্গে

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

খবরঅনলাইন ডেস্ক: গভীর রাতে ভয়াবহ বিপর্যয় সিকিমে। উত্তর সিকিমের চুংথাং-এ বাঁধ ভেঙে তিস্তা নদীতে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে উত্তর সিকিমে এই বিপর্যয় ঘটে। ফলে অনেক জায়গাতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

উত্তর সিকিমের লোনাক গ্লেসিয়াল লেক ফেটে যাওয়ার ফলেই এই চরম প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জল কমিশন। স্থানীয় সংবাদপত্র ‘সিকিম টুডে’ জানিয়েছে, এই হঠাৎ বিপর্যয়ে উত্তর সিকিমে ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন। সেনাবাহিনীর ‘ত্রিশক্তি কোর’ তাঁদের সন্ধানের কাজে নেমে পড়েছে।  

বুধবার সকালের খবর, তিস্তার জলস্ফীতির কারণে মেলিতে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ ভাবে ধসে গিয়েছে। এর ফলে ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আশঙ্কা, তিস্তার এই বাড়তি জল উত্তরবঙ্গের সমতলে এসে পৌঁছোলে, জলপাইগুড়ি এবং সন্নিহিত অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

প্রবল বৃষ্টি তো ছিলই, কিন্তু সেটাই ওই বাঁধ ভাঙার কারণ কি না, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে গভীর রাতের এই ঘটনায় তিস্তার তীরবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই প্রশাসনের নির্দেশমতো রংপো, সিংতাম প্রভৃতি শহরে তিস্তা তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়।

ভোররাতের দিকে তিস্তার বাড়তি জল এসে পৌঁছোয় রংপো, সিংতামে। জলস্ফীতির কারণে ব্রিজ ভেঙে যায়। সিংতামে ছবির মতো সাজানো সুন্দর ইন্দ্রেনি সেতু নদীগর্ভে চলে যায়। শহরের নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করে। একই পরিস্থিতি তৈরি হয়ে যায় রংপোর ক্ষেত্রেও।

কেন এই বিপর্যয়? এর জন্য অনেকেই তিস্তার উপরে যথেচ্ছভাবে বাঁধ নির্মাণকে দায়ী করছেন। ডব্লিউ এস আর শেরিং নামে সিকিমের জঙ্গুর এক বাসিন্দা মন্তব্য করেছেন, “জঙ্গুর মানুষজন সব সময় এর প্রতিবাদ করে এসেছে। কিন্তু কেউ কথা শোনেনি। তার ফল আমরা পেলাম।”

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

ভোটার তালিকার ‘বিশেষ’ সংশোধনে আধার, ভোটার কার্ড, রেশন কার্ড বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি ও রেশন কার্ডও গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ২৮ জুলাই।

মালগাড়ি থামিয়ে ‘মা’ হাতির পাশে দাঁড়াল মানুষ! ২ঘণ্টা ট্রেনে অপেক্ষায় রেলকর্মী-যাত্রীরা

প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতী হাতির জন্য থামিয়ে দেওয়া হল মালগাড়ি। ঝাড়খণ্ডের রেলপথের ধারে জঙ্গলে জন্ম নিল শাবক। বন দফতর ও রেল দফতরের যৌথ নজির।

তিন বছর আগের মোরবীর স্মৃতি উসকে ফের গুজরাতে সেতু বিপর্যয়, ১০ জনের মৃত্যু

মোরবীকাণ্ডের তিন বছর পর গুজরাতে ফের সেতু বিপর্যয়। বডোদরার গম্ভীরা সেতু ভেঙে পড়ে প্রাণ গেল অন্তত ১০ জনের। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও সেতুর রক্ষণাবেক্ষণ হয়নি।