Homeখবরদেশদিল্লি বিস্ফোরণে খালিস্তানি যোগ! দাবি পাকিস্তানি টেলিগ্রাম চ্যানেলে, নিশ্চিত নন তদন্তকারীরা

দিল্লি বিস্ফোরণে খালিস্তানি যোগ! দাবি পাকিস্তানি টেলিগ্রাম চ্যানেলে, নিশ্চিত নন তদন্তকারীরা

প্রকাশিত

রবিবার সকালে (২০ অক্টোবর) দিল্লির প্রশান্ত বিহার এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণ ঘিরে নতুন করে খালিস্তানি যোগসূত্রের প্রমাণ উঠে এসেছে। পাকিস্তানের মাধ্যমে পরিচালিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে যে, খালিস্তানি কর্মীরা এই বিস্ফোরণের জন্য দায়ী। জাস্টিস লিগ ইন্ডিয়া (JLI) নামে একটি টেলিগ্রাম চ্যানেল ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ শেয়ার করে প্রথম এই দাবি প্রকাশ করে। ভিডিওটির সঙ্গেই দাবি করা হয়, খালিস্তানি কর্মীরা ভারতে যেকোনও সময় আঘাত হানতে সক্ষম।

এই ভিডিওটি JLI গ্রুপে পোস্ট হওয়ার পর পরই, পাকিস্তান থেকে পরিচালিত একাধিক টেলিগ্রাম চ্যানেলে তা প্রচারিত হয়। বিশেষভাবে, এই চ্যানেলগুলি সাধারণত কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কে তথ্য প্রচার করে। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এই দাবির পিছনে থাকতে পারে এবং তারা খালিস্তান প্রসঙ্গকে সামনে রেখে ভারতের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে উস্কে দিতে চাইছে।

তবে এই দাবিগুলির সত্যতা এখনই নিশ্চিত করা যাচ্ছে না এবং কর্তৃপক্ষ বিস্ফোরণটি খতিয়ে দেখার কাজ চালাচ্ছে। কেন্দ্রীয় সংস্থাগুলি জানিয়েছে, বিস্ফোরণস্থলে অপেক্ষাকৃত কম শক্তির বিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি সাদা গুঁড়ো পদার্থ পাওয়া গেছে, যা ঘরোয়া বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই গুঁড়ো পদার্থটি অ্যামোনিয়াম ফসফেট এবং অন্যান্য রাসায়নিকের মিশ্রণ। তবে ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এর সঠিক উপাদানগুলি নিশ্চিত করা হবে। এছাড়াও, ঘটনাস্থলে তার এবং ব্যাটারির উপস্থিতি পাওয়া গেছে, তবে সেগুলি বিস্ফোরণের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা এখনও নিশ্চিত করা যায়নি।

দিল্লি পুলিশ তদন্ত করছে বিস্ফোরণটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না এবং এর মাধ্যমে কী বার্তা দেওয়া হয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি হয়তো কোনও বার্তা দেওয়ার জন্যই ঘটানো হয়েছিল, কারণ সন্দেহভাজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি স্কুলের দেওয়াল লক্ষ্য করে সকালবেলায় ঘঠায়, যাতে হতাহতের সংখ্যা কম থাকে। “বিস্ফোরণের ধরন এবং সময় নির্বাচন দেখে মনে হচ্ছে এর উদ্দেশ্য ছিল সতর্কবার্তা দেওয়া, বড় ক্ষয়ক্ষতি ঘটানো নয়,” জানিয়েছেন তদন্তকারীরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”

এআই প্রযুক্তির সাহায্যে ফুসফুসের সমস্যায় ভোগা ৭১ বছরের রোগী প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

বেঙ্গালুরুতে ৭১ বছরের এক ফুসফুস রোগীর প্রাণ রক্ষা পেল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির মাধ্যমে। এআই নির্ভর থ্রি-ডি নেভিগেশনাল ইমেজিং সিস্টেমে জটিল ফুসফুস বায়োপসি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন চিকিৎসকরা।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

আরও পড়ুন

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।

IRCTC আপডেট: সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কেবল আধার-ভেরিফায়েড যাত্রীরাই টিকিট বুকিং করতে পারবেন

IRCTC-র নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের ২৮ অক্টোবর থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত রিজার্ভ টিকিট বুক করতে পারবেন শুধুমাত্র আধার-অথেন্টিকেটেড যাত্রীরা। তৎকাল টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক।

দিল্লি ১০/১১ বিস্ফোরণ: সন্ত্রাসী হামলার আশঙ্কা, থাকতে পারে পুলওয়ামা যোগসূত্র  

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসী...