Homeখবরদেশ'হাজিরা দিতে কোনো সমস্যা নেই, তবে কিছু সুরক্ষা দরকার…', হাইকোর্টের প্রশ্নের জবাবে...

‘হাজিরা দিতে কোনো সমস্যা নেই, তবে কিছু সুরক্ষা দরকার…’, হাইকোর্টের প্রশ্নের জবাবে কেজরিওয়ালের আইনজীবী

প্রকাশিত

নয়াদিল্লি: গত শনিবার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল আদালত। তার কয়েক ঘণ্টার মধ্যেই ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আবগারি দুর্নীতি মামলায় নবম বার তলব করে আগামী বৃহস্পতিবার (২১ মার্চ) তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

কেন্দ্রীয় তদন্ত সংস্থার জারি করা বেশ কয়েকটি সমনকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দায়ের করা একটি পিটিশনে দুই সপ্তাহের মধ্যে ইডি-র কাছে প্রতিক্রিয়া চেয়েছে দিল্লি হাইকোর্ট। এই বিষয়ে ইডি উত্তর চেয়েছে এবং মামলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি এবং বিক্রম চৌধুরী কেজরিওয়ালের পক্ষে হাজির হয়ে আবেদনের বিরোধিতা করেন এবং ইডি-র যুক্তিতে আপত্তি জানান।

কেজরিওয়াল কেন হাজিরা দিচ্ছেন না, সে প্রসঙ্গেও প্রশ্ন তোলে হাইকোর্ট। জবাবে সিঙ্ঘভি বলেন, “কেজরিওয়াল সাধারণ অপরাধী নন… তিনি কোথায় পালিয়ে যেতে পারেন? সমাজে তাঁর মতো প্রতিষ্ঠা আর ক’জনের আছে?” একই সঙ্গে তিনি বলেছিলেন, কেজরিওয়াল হাজিরা দেবে, তবে তাঁর বিরুদ্ধে যাতে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া না হয়, সেই নিরাপত্তার নির্দেশের দরকার আছে।

এর আগে, গত রবিবার একটি প্রেস কনফারেন্সে দিল্লির মন্ত্রী এবং আপ নেত্রী আতিশি মামলাটিকে ভুয়ো বলে অভিহিত করে বলেন, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার জন্য এটি একটি পরিকল্পনা। তাঁর কথায়, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল সন্ধ্যায় ইডির আরেকটি সমন পেয়েছেন…তারা তাঁকে দিল্লি জল বোর্ডের সঙ্গে সম্পর্কিত কিছু তদন্তে যোগ দিতে বলেছে…।”

একই সঙ্গে তাঁর সংযোজন, “আমরা এই বিষয়ে ইডিক নথিভুক্ত করা মামলা সম্পর্কে কিছুই জানি না। শুধু এটুকু জেনেছি, এই ভুয়ো মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব করা হয়েছে।” বলে রাখা ভালো, আবগারি দুর্নীতি মামলায় এর আগে আট বার তলব করেছিল ইডি। কিন্তু প্রত্যেক বারই তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এখন দেখার নবম সমনে দিল্লির মুখ্যমন্ত্রী সাড়া দেন কি না!

সাম্প্রতিকতম

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...