আহমেদাবাদ : মাঝরাতে আটক ইরানের নৌকা। গুজরাট উপকূলে সেই নৌকা পৌঁছতেই তদন্ত চালালো ভারতীয় উপকূল রক্ষীবাহিনী। উদ্ধার প্রায় ৬১ কেজি মাদকদ্রব্য। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২৫ কোটি টাকা। আটক করা হয়েছে পাঁচ জন ক্রুকে।
সূত্র মারফত জানা যাচ্ছে, গুজরাট উপকূল থেকে আটক করা হয় নৌকা। তদন্ত করতে গিয়েই মিলল বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এটিএস গোয়েন্দাদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার গুজরাট উপকূলে মোতায়ন করা হয়েছিল দুটি জাহাজ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নজরদারি চালাচ্ছিলেন ভারতীয় উপকূল রক্ষীবাহিনী।
দায়িত্বে রাখা হয়েছিল আইসিজিএস মীরা বেহন এবং আইসিজিএস অভিককে। মিলেও গেল সাফল্য। ইরানের নৌকা আটক করতেই উদ্ধার মাদকদ্রব্য। গ্রেফতার ৫ ক্রুচ।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে আজ মেঘালয়, নাগাল্যান্ডে শপথগ্রহণ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।