Homeখবরদেশডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার নয়া ফাঁদে ৫৯ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক

ডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার নয়া ফাঁদে ৫৯ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক

প্রকাশিত

প্রতারণার নয়া ফাঁদে পড়ে ৫৯ লক্ষ খোয়ালেন নয়ডার এক মহিলা চিকিৎসক। প্রতারকরা তাঁকে বলেছিল, টাকা না দিলে তাঁকে ৪৮ ঘন্টা’ ডিজিটাল অ্যারেস্ট’ করা হয়েছে।

নয়ডা সেক্টর ৭৭-এর বাসিন্দা ডা. পূজা গয়াল গত ১৩ জুলাই একটি ফোনকল পেয়েছিলেন। কলকারী নিজেকে টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার একজন আধিকারিক হিসাবে পরিচয় দেয়। সে ডা. গয়ালকে বলে, তার ফোনটি পর্নো ভিডিও ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে।পূজা এই অভিযোগ অস্বীকার করেন। কিন্তু কলকারী ব্যক্তি তাঁকে একটি ভিডিও কলে যোগ দিতে রাজি করায়।

ভিডিও কলে মহিলা চিকিৎসককে গুরুতর পরিণতির ভয় দেখানোর জন্য বলা হয়েছিল যে তিনি ‘ডিজিটাল অ্যারেস্ট’- এর অধীনে রয়েছেন। তাঁকে ৪৮ ঘন্টা হেফাজতে রাখার ভুয়ো হুমকি দেওয়া হয়। এর পরে, ডা. গয়াল একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে ৫৯ লক্ষ ৫৪ হাজার টাকা স্থানান্তর করেন।

প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে, ২২ জুলাই তিনি নয়ডা সেক্টর ৩৬-এর সাইবার ক্রাইম সেলে একটি অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, ‘ডিজিটাল অ্যারেস্ট’ এমন একটি পদ্ধতি যা দিল্লি এনসিআর-এ লোকেদের প্রতারণা করার জন্য ক্রমবর্ধমান ভাবে ব্যবহৃত হচ্ছে। প্রতারকদের নয়া ফাঁদ ‘ডিজিটাল অ্যারেস্ট’- এর খপ্পরে পড়ে দিল্লি এবং সংলগ্ন এলাকায় এই নিয়ে অনেকেই প্রতারিত হচ্ছেন।

এ ক্ষেত্রে, প্রতারকরা শিকারকে একটি বাড়িতে, কখনও কখনও একটি ঘরে আটকে রাখে এবং নিজেকে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ হিসাবে জাহির করে। টার্গেটদের বোঝানোর জন্য জাল আইডি শেয়ার করে বলা হয় যে তারা আসল অফিসার।

এর আগে, দিল্লির অভিজাত চিত্তরঞ্জন পার্ক এলাকার ৭২ বছর বয়সী এক মহিলার কাছ থেকে ৮৩ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছিল। ডা. পূজা গয়ালের মতো, কৃষ্ণা দাশগুপ্তকে বলা হয়েছিল যে তাঁর ফোন অপরাধমূলক কার্যকলাপের জন্য ব্যবহার করা হয়েছিল। ১২ ঘন্টারও বেশি সময় ধরে তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করা হয়েছিল।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।