Homeখবরদেশ‘ইন্ডিয়া’ জোটকে তুলোধনা করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ টানলেন...

‘ইন্ডিয়া’ জোটকে তুলোধনা করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইন্ডিয়ান মুজাহিদিনের প্রসঙ্গ টানলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত

নয়াদিল্লি: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স) জোট গড়েছে বিরোধী দলগুলি। মঙ্গলবার সেই জোটকে কড়া ভাষায় কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের “দিশাহীন” বলে নিন্দা করে “ইন্ডিয়ান মুজাহিদিন” এবং “পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া” উল্লেখ করেন তিনি। এমনকী নাম নিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও।

বিজেপি সংসদীয় দলের সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, “আমি এমন দিশাহীন বিরোধিতা কখনও দেখিনি।”

প্রধানমন্ত্রী ওই বৈঠকে আরও বলেন, “বিরোধীরা ভারত নাম ব্যবহার করে নিজেদের কৃতিত্ব নিতে চাইছে। ভারতীয় জাতীয় কংগ্রেস। ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইন্ডিয়ান মুজাহিদিন। পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া- এগুলোতেও ইন্ডিয়া আছে। শুধু ইন্ডিয়া নামটি ব্যবহার করলেই সবকিছু হয়ে যাবে, এমন চিন্তাভাবনার মানে হয় না”।

বিরোধীদের জোট প্রসঙ্গে মোদী বলেন, হেরে যাওয়া, ক্লান্ত, আশাহীন জোট। তাদের একটাই এজেন্ডা- মোদীর বিরোধিতা। বিরোধীদের আচরণেই স্পষ্ট, তারা বিরোধী আসনে থাকার জন্যই তৈরি। একই সঙ্গে জনগণের সমর্থনের প্রতি আস্থা প্রকাশ করে ২০২৪-এর লোকসভা প্রত্যাবর্তনের দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে রাজ্যসভায় পাল্টা বলেন, ‘‘মণিপুর নিয়ে আমরা আলোচনা চাইছি। কিন্তু প্রধানমন্ত্রী ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে কথা বলছেন।’’

এমনিতে বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুর ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ। বিরোধীদের হই-হট্টগোলে বারবার মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। এই পরিস্থিতি মোকাবিলায় এ বার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে বিজেপির সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসলেন তিনি।

গোষ্ঠীসংঘর্ষে তপ্ত মণিপুর নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন বিরোধীরা। গত তিন দিন ধরে বিরোধীদের বিক্ষোভে অচলাবস্থা তৈরি হয়েছে সংসদে। এ দিন অধিবেশন শুরু হওয়ার আগে একদিকে যেমন সিনিয়র ক্যাবিনেট সদস্যদের নিয়ে নিজের বাড়িতে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্য দিকে সংসদ ভবনে বিজেপির সংসদীয় দলের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।

সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে চলছে তাঁদের অবস্থান। মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি চাইছে ইন্ডিয়া জোট। আড়াই মাসের বেশি সময় ধরে কেন অগ্নিগর্ভ মণিপুর? অশান্তি থামানোর জন্য কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? জবাব দিক প্রধানমন্ত্রী। দাবি ইন্ডিয়া জোটের।

আরও পড়ুন: বৃষ্টিতে ড্র দ্বিতীয় টেস্ট, তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?