পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর ২৯ কোটি ৭৫ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির মুম্বই আঞ্চলিক দফতর জানিয়েছে, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন, ২০২২ (পিএমএলএ)-এর অধীনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
নীরব মোদী পিএনবির প্রায় সাত হাজার কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত। ইডি এখন পর্যন্ত তার চার হাজার কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে আদালতের নির্দেশে কয়েকটি সম্পত্তি নিলাম করে প্রায় ৭১ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে পিএনবিকে। বাকি সম্পত্তির নিলাম প্রক্রিয়া এখনও চলছে, তবে নীরব মোদীর আইনজীবীরা আইনি বাধা দেওয়ার চেষ্টা করছেন।
২০১৮ সালে পিএনবি লোন প্রতারণা মামলায় অভিযুক্ত হওয়ার পর নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যান। ২০১৯ সালে ব্রিটেনে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি বর্তমানে লন্ডনের একটি জেলে বন্দি আছেন। ভারতের পক্ষ থেকে তাকে প্রত্যর্পণের চেষ্টা চালানো হলেও নীরব মোদী দেশে ফিরতে অনিচ্ছুক। ব্রিটেনের আদালত জানিয়েছে, তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার প্রমাণ যথেষ্ট।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

