Homeখবরদেশমহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে অচলাবস্থা, একনাথ শিন্ডের 'ডেপুটি' হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিল শিবসেনা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে অচলাবস্থা, একনাথ শিন্ডের ‘ডেপুটি’ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিল শিবসেনা

প্রকাশিত

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীপদ নিয়ে টানাপোড়েন অব্যাহত। এই প্রেক্ষিতে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) বুধবার স্পষ্ট জানিয়ে দিল, একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী পদ কোনোভাবেই গ্রহণ করবেন না। শিবসেনা নেতা সঞ্জয় শিরসাট বলেছেন, “২০ নভেম্বর তারিখের বিধানসভা নির্বাচনে মহাযুতির বিপুল জয় একনাথ শিন্ডের নামেই হয়েছে। তাই মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার তাঁরই।”

শিরসাট আরও বলেন, “বিজেপি যদি শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার দাবি মেনে নেয়, তবে তা জনসাধারণের কাছে ইতিবাচক বার্তা দেবে। ভবিষ্যতের নির্বাচনে এর সুফল পাওয়া যাবে।”

শিন্ডে শিবসেনা, বিজেপি এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র সমন্বয়ে গঠিত মহাযুতি মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে ২৩০ আসন জিতে ক্ষমতা ধরে রেখেছে। বিজেপি ১৩২টি, শিবসেনা ৫৭টি এবং এনসিপি ৪১টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী মহা বিকাশ আঘাড়ী (এমভিএ) মাত্র ৪৬টি আসনে সীমাবদ্ধ।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের মন্তব্য নিয়ে শিরসাট বলেন, “তাঁকে আমরা গুরুত্ব দিই না। তিনি কেন্দ্রীয় রাজনীতি করুন। মহারাষ্ট্রের রাজনীতি আমাদের উপর ছেড়ে দিন।” আটাওয়ালে প্রস্তাব দিয়েছিলেন, শিন্ডে কেন্দ্রীয় মন্ত্রী পদ গ্রহণ করুন এবং দেবেন্দ্র ফডণবীস মুখ্যমন্ত্রী হোন।

সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় শিন্ডে শিবসেনাকে আশ্বাস দেওয়া হয়েছিল, মহাযুতি সংখ্যাগরিষ্ঠতা পেলে শিন্ডেই মুখ্যমন্ত্রী থাকবেন।

তবে বিজেপি নেতা সুধীর মুনগান্তিওয়ার বলেন, “আমাদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সরকার গঠন নিয়ে বিস্তারিত পরিকল্পনা করতে সময় লাগছে।”

এর মধ্যে, নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে বলে জানিয়েছেন বিজেপি নেতারা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।