Homeখবরদেশমহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে অচলাবস্থা, একনাথ শিন্ডের 'ডেপুটি' হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিল শিবসেনা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীপদ নিয়ে অচলাবস্থা, একনাথ শিন্ডের ‘ডেপুটি’ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিল শিবসেনা

প্রকাশিত

মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীপদ নিয়ে টানাপোড়েন অব্যাহত। এই প্রেক্ষিতে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) বুধবার স্পষ্ট জানিয়ে দিল, একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী পদ কোনোভাবেই গ্রহণ করবেন না। শিবসেনা নেতা সঞ্জয় শিরসাট বলেছেন, “২০ নভেম্বর তারিখের বিধানসভা নির্বাচনে মহাযুতির বিপুল জয় একনাথ শিন্ডের নামেই হয়েছে। তাই মুখ্যমন্ত্রী হওয়ার অধিকার তাঁরই।”

শিরসাট আরও বলেন, “বিজেপি যদি শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার দাবি মেনে নেয়, তবে তা জনসাধারণের কাছে ইতিবাচক বার্তা দেবে। ভবিষ্যতের নির্বাচনে এর সুফল পাওয়া যাবে।”

শিন্ডে শিবসেনা, বিজেপি এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-র সমন্বয়ে গঠিত মহাযুতি মহারাষ্ট্রের ২৮৮ আসনের মধ্যে ২৩০ আসন জিতে ক্ষমতা ধরে রেখেছে। বিজেপি ১৩২টি, শিবসেনা ৫৭টি এবং এনসিপি ৪১টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী মহা বিকাশ আঘাড়ী (এমভিএ) মাত্র ৪৬টি আসনে সীমাবদ্ধ।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালের মন্তব্য নিয়ে শিরসাট বলেন, “তাঁকে আমরা গুরুত্ব দিই না। তিনি কেন্দ্রীয় রাজনীতি করুন। মহারাষ্ট্রের রাজনীতি আমাদের উপর ছেড়ে দিন।” আটাওয়ালে প্রস্তাব দিয়েছিলেন, শিন্ডে কেন্দ্রীয় মন্ত্রী পদ গ্রহণ করুন এবং দেবেন্দ্র ফডণবীস মুখ্যমন্ত্রী হোন।

সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় শিন্ডে শিবসেনাকে আশ্বাস দেওয়া হয়েছিল, মহাযুতি সংখ্যাগরিষ্ঠতা পেলে শিন্ডেই মুখ্যমন্ত্রী থাকবেন।

তবে বিজেপি নেতা সুধীর মুনগান্তিওয়ার বলেন, “আমাদের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সরকার গঠন নিয়ে বিস্তারিত পরিকল্পনা করতে সময় লাগছে।”

এর মধ্যে, নতুন সরকারের মুখ্যমন্ত্রী পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে বলে জানিয়েছেন বিজেপি নেতারা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...