আগামী তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক নম্বর সমস্যার সমাধান করা হবে। শুক্রবার নতুন বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেকনিক্যাল টিম এবং সংশ্লিষ্ট সিইওদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান ও ভবিষ্যতের ভোটারদের জন্য একটি ‘ইউনিক এপিক নম্বর’ নিশ্চিত করা হবে।
কমিশন জানিয়েছে, ২০০০ সালে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এপিক নম্বরের সিরিজ বরাদ্দের সময় কিছু ইআরও সঠিক সিরিজ ব্যবহার করেননি। ফলে ভুল সিরিজের কারণে একাধিক ভোটারকে একই এপিক নম্বর দেওয়া হয়েছে, যা আগে শনাক্ত করা সম্ভব হয়নি।
#ECI to address decades long issue of duplicate #EPIC numbers within next 3 months
— Election Commission of India (@ECISVEEP) March 7, 2025
Electoral Roll updation takes place under DEO & ERO with continuous public and political #parties participation
Read more : https://t.co/MBob4dQ3LS pic.twitter.com/xkCOGfoMqC
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভা থেকে একই এপিক নম্বর থাকার অভিযোগ তুলেছিলেন। তৃণমূলের সাংসদ সাকেত গোখলে দাবি করেছেন, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত নিজের দোষ স্বীকার করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন।